Kalo Shari Lyrics By Jisan Khan Shuvo
Song: Kalo Shari
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo
Music: Ankur Mahamud
Starring: Tarek Tanz, Nusrat Jahan Ontora
Kalo Shari song has been sung by Jisan Khan Shuvo. He also composed the tune as well as wrote the lyrics of the song. Music composed by Ankur Mahamud. Kalo Shari Lyrics. Kalo Shari Song Lyrics. Kalo Shari Song Lyrics By Jisan Khan Shuvo.
কালো শাড়ি গানটি হল জিসান খান শুভ এর গাওয়া। তিনি নিজেই গানটির টিউন তৈরি করেছেন এবং কথা লিখেছেন। কালো শাড়ি গানের লিরিক্স।
Kalo Shari Lyrics in Bengali:
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল (×২)
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু'চোখ ভরে দেখব তারে
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
হাত রেখে হাতে
দুজনে একসাথে
পাশাপাশি চলা হয়না
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না
জানিনা সে কার
নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু'চোখ ভরে দেখব তারে
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে
পূর্ণ হবে শেষ বাসনা
জানিনা সে কার
নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু'চোখ ভরে দেখব তারে
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল (×২)
Kalo Shari Lyrics in English Transliteration:
Kalo sharir sathe
Kalo churi haate
Khopai jeno thake bonoful
Kono monkharaper raate
Dekha hoy jodi tar sathe
Ami duchok vore dekhbo tare
Korbo na ar bhul