Biday Belay Tumi Nei Kobita

    Biday Belay Tumi Nei Bengali Sad Poem

    Poem: Biday Belay Tumi Nei
    Written by: Suman Mondal

    Biday Belay Tumi Nei poem has been written by Suman Mondal. This is a sad Bangla Kobita. Bangla Dukher Kobita.

    বিদায়বেলায় তুমি নেই কবিতাটি হল সুমন মন্ডলের লেখা। এটি একটি দুঃখের কবিতা।

    Biday Belay Tumi Nei Sad Kobita in Bengali:


    ক্রমাগত দূরত্ব বাড়ে, চক্রবৃদ্ধি সুদের হারে;
    প্রিয়জনের উঠোন জুড়ে শত্রু সমাবেশ।
    কান পাতলে যাচ্ছে শোনা, দুঃখীদের আনাগোনা;
    ছেঁড়া ঘুড়ি দিচ্ছে ফিরিয়ে তোমার উপদেশ।

    আমার মতো চালচুলোহীন, সাগরের কাছে নদীর সে ঋণ;
    ঢেউয়ের সাথে মিটিয়ে নেবে ধারদেনা।
    কৃষ্ণচূড়ার দুঃখ হলে, বাকিটা পথ একলা চলে;
    বন্ধ হবে রাতবিরেতের শরীর বেচাকেনা।

    অফুরন্ত সময়ের গোলকধাঁধা, তোমার আমার নিয়তি বাঁধা;
    ভোরের আর্তনাদে সকাল জাগবে।
    প্রেমের উপপাদ্য কঠিন, চাপ বাড়ছে দিন দিন;
    ভাড়াটে হৃদয় দিশেহারা হয়ে থাকবে।

    অনন্তকাল ধরে, মিথ্যে প্রতিশ্রুতির ঝড়ে;
    সম্পর্কের বাঁধন গুলো হয়েছে আলগা।
    তাই অভিনব কায়দায়, মনের কোঠরে পেয়েছে ঠাঁই;
    একযুগ ধরে তোমাকে সে ভালোলাগা।

    লোক দেখানো আদিখ্যেতা, সাথে কিছু মিথ্যে কবিতা;
    না বলা কথাগুলো রয়ে গেছে সেই।
    প্রেমের বসন্ত ফুরালো, নটে গাছটি মুড়ালো;
    বিদায়বেলায় তুমি শুধু নেই!!