Song: Bhalobasha Dhowate Orai
Singer: Keshab Dey
Music & Lyrics: Badal Pal
Music Label: KD Entertainment
Bhalobasha Dhowate Orai Song has been sung by Keshab Dey. Music composed by Badal Pal. He also wrote the lyrics. Bhalobasha Dhowate Orai Song Lyrics. Bhalobasha Dhowate Orai Lyrics Bangla. Valobasa Dhoate Orai Lyrics. Valobasa Dhowate Orai Lyrics. Bhalobasa Dhowate Orai Lyrics.
ভালোবাসা ধোঁয়াতে ওড়াই গানটি হল কেশব দে এর গাওয়া। গানটির সুরকার ও কথাকার হলেন বাদল পাল। ভালোবাসা ধোঁয়াতে ওড়াই লিরিক্স।
জীবনে প্রেম পিরিতি ভুলে গেছি ভাই
এখন আমি ভালোবাসা ধোঁয়াতে ওড়াই
দুদিনের মায়া বৃথা বুঝে গেছি তাই
এখন আমি ভালোবাসা ধোঁয়াতে ওড়াই
যে আগুন জ্বলছে বুকে
এ দারুণ স্বর্গ সুখে
যে আগুন জ্বলছে বুকে
এ দারুণ স্বর্গ সুখে
পুড়ে হবো ছাই
তাই আজ ভালোবাসা ধোঁয়াতে ওড়াই
হ্যাঁ, আজ ভালোবাসা ধোঁয়াতে ওড়াই
যে দেহ প্রেমের প্রতীক ছিল একদিন
মাথা নত সুখের কাছে আজ পরাধীন
কাকে আজ গান শোনাবো
ভালোবেসে রাগ ভাঙাবো
আমার কাছে সে তো নাই
তাই আজ স্মৃতিগুলো ধোঁয়াতে ওড়াই
জীবনে প্রেম পিরিতি ভুলে গেছি ভাই
এখন আমি ভালোবাসা ধোঁয়াতে ওড়াই
যে ছিল একলা রাতে শান্ত কোনো ঠাঁই
চলে যাওয়ার আগে সে তো বিদায় বলে নাই
রাতগুলো বলে হেসে
কী পেলি ভালোবেসে
রইলো তো একাই
তাই আজ ভালোবাসা ধোঁয়াতে ওড়াই
Jibone prem piriti vule gechi vai
Ekhon ami valobasa dhoate orai
Dudiner maya britha bujhe gechi tai
Akhon ami bhalobasha dhowate orai
Je agun jolche bukey
A darun swargo sukhe
Purey hobo chhai
Tai aaj bhalobasha dhowate orai
Hay aj valobasa dhoate orai
Je deho premer protik chilo ekdin
Matha noto sukher kache aaj protidin
Kake aaj gaan shonabo
Valobese raag vangabo
Amar kache se toh nai
Tai aaj smriti gulo dhowate ora