Sunlight Boishakhi Rongeen Song Lyrics
Song: Boishakhi Rongeen
Singer: Ikkshita Mukherjee
Music: Amit-Ishan
Lyrics: Amit Chatterjee
Sunlight Boishakhi Rongeen song is composed by Amit & Ishan duo. This song has been sung by Ikkshita Mukherjee. Lyrics written by Amit Chatterjee. Sunlight Boishakhi Rongeen Lyrics. Boishakhi Rongeen Song Lyrics. Boishakhi Rongeen Lyrics. Boishakhi Rongin Song Lyrics.
বৈশাখী রঙিন গানটি হল ইক্ষিতা মুখার্জীর গাওয়া। গানটির সুরকার হলেন অমিত ও ইশান। বৈশাখী রঙিন গানের লিরিক্স।
Boishakhi Rongeen Lyrics in Bengali:
দেখেছি মুখ আজ তারই
আমি শুনেছি পায়ের ধ্বনি
রাঙানো আলতায় শুরুর দিনে রঙিন রিনিঝিনি
আজ মেঠো হাওয়ায় সবুজ ঘ্রাণ
আমের বকুল হলুদ ম্লান
যেন রাঙা পথে আজ বাজে সেই গান
হোক নতুন করে শুরু আজ
আকাশ সাজুক রঙিন সাজ
কেটে যাবে সব ঘন কালো দিন
উড়েছি আগেও ডানা মেলে
নীল আকাশের মেঘ দিয়ে
গোধূলি আলো সাজলো বুঝি
সোনালী রঙের টিপ দিয়ে
আজ মেঠো হাওয়ায় সবুজ ঘ্রাণ
আমের বকুল হলুদ ম্লান
যেন রাঙা পথে আজ বাজে সেই গান
হোক নতুন করে শুরু আজ
আকাশ সাজুক রঙিন সাজ
কেটে যাবে সব ঘন কালো দিন
এসো বৈশাখী রঙিন
সাজো বৈশাখী রঙিন
মাখো বৈশাখী রঙিন
Boishakhi Rongeen Lyrics in English Transliteration:
Dekhechi mukh aaj tari
Ami shunechi paa er ddhoni
Rangano aaltay shurur dine rongeen rinijhini
Aaj metho hawai sobuj ghran
Amer bokul holud mlan
Jeno ranga pothe aaj baje sei gaan
Hok notun kore shuru aaj
Akash sajuk rongeen saaj
Kete jabe sob ghono kalo din