Agni Boloyer Epare Sad Bengali Poem

    Agni Boloyer Epare Sad Bengali Poem

    Poem: Agni Boloyer Epare
    Writer: Arun Mitra

    Agni Boloyer Epare poem has been written by Arun Mitra. This is a sad Bengali poem written in Bengali fonts.

    Bengali Sad Poem Agni Boloyer Epare:

    পায়ের তলায় পিচের তাত ঝিমিয়ে আসে। যেন মাইল মাইল বালির উপর সন্ধ্যে নামছে। মনে করি আমার পথ ভাঙা শেষ হল। এক চিলতে জলে পাতার গুচ্ছ একটা নক্ষত্র দুলে ওঠে। আকাশের আয়নায় তোমার মুখ। যেদিকে ঘোরাই তোমারই মুখ।

    তোমাকে উৎসবে ডাকব বলে আমি অন্ধকারকে সাজাবার আয়োজন করি। আয়োজন আর কি? আমার সম্বলের মধ্যে তো এই একটা হৃৎপিণ্ড। তাকে জল নক্ষত্র পাতার সঙ্গী করে রাখি, তোমার প্রতিধ্বনি তুলবার জন্যে তাকে প্রস্তুত করি। কিন্তু ঐ পর্যন্তই। আমি যে সমস্যাটার দিকে ঘুরি সেটাকে হাতড়ে হাতড়ে আর ছুঁতে পারি না। যেন কানামাছি খেলা।

    অন্ধকার যখন ঘনিয়ে আসে, দেখি সে আমার উৎসবের অন্ধকার নয়। তুমি সেখানে বিচ্ছুরিত হও না। আমার উপর এক কালো পাহাড়ের চাপ। আর সারাটা রাস্তার রোদ্দুরের যন্ত্রণায় আমি নিবদ্ধ থেকে যাই। ইঞ্জিনের গরগর ধুলো ছেড়ে উঠে এসে মাথার উপরে ঘোরে। রোগা রোগা হাতে যে-সানকিগুলো ধরা ছিল তারা আমার চারদিকের বাতাস জ্বালিয়ে ছোটে। নির্জন নয় উতরোল নয়। বুকের ভিতরের একরোখা স্মৃতি। এবং এত পতন শূন্যে।

    আমি হয়তো তোমার কাছেই এসে গিয়েছি। কাছে, কিন্তু অগ্নিবলয়ের এপারে।