Song: Tor Premete Ondho Holam
Singer: James
Music & Lyrics: James
Movie: Satta
Cast: Shakib Khan, Paoli Dam
Tor Premete Ondho Holam Song has been sung by James. This song was used in the movie Satta. Music composed by James & lyrics was also written by him. Tor Premete Ondho Holam Song Lyrics. Tor Premete Ondho Holam James Lyrics. Tor premete ondho holam ki dos dibi tate lyrics.
তোর প্রেমেতে অন্ধ হলাম গানটি গেয়েছেন জেমস। গানটির সুরকার ও কথাকারও হলেন তিনি নিজেই। গানটি সত্তা সিনেমায় ব্যবহার করা হয়েছে। তোর প্রেমেতে অন্ধ হলাম গানের লিরিক্স।
তোর প্রেমেতে অন্ধ হলাম
কী দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল দুপুর রাতে
আগুন জ্বেলে পুড়লাম আমি
দিলাম তাতে ঝাঁপ
তোর আমার প্রেমে ছিল রে বন্ধু,
ছিল পুরোটাই পাপ
তোর প্রেমেতে অন্ধ হলাম
কী দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল দুপুর রাতে
তোর কারণে ভুললাম আমি
গোত্র, জাতি, কুল
কাঁটার সাথে করলাম সন্ধি
পায়ে পিষে ফুল
কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ
তোর আমার প্রেমে ছিল রে বন্ধু,
ছিল পুরোটাই পাপ
পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব
প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ
তোর আমার প্রেমে ছিল রে বন্ধু,
ছিল পুরোটাই পাপ
Tor Premete Ondho Holam
Ki dos dibi tate
Bondhu tore khunje beray
Sokal dupur raate
Agun jele purlam ami
Dilam tate jhap
Tor amar preme chilo re bondhu
Chilo purotai paap