Khoma Kore Dilam Tomay Song Lyrics

Khoma Kore Dilam Tomay Lyrics

Song: Khoma Kore Dilam Tomay
Singer: Keshab Dey
Music: Keshab Dey
Lyrics: Badal
Cast: Keshab Dey, Sonali Debnath, Badhan, Bholanath Dey

Khoma Kore Dilam Tomay Song is sung & composed by Keshab Dey. Lyrics written by Badal. Khoma Kore Dilam Tomay Song Lyrics. Khoma Kore Dilam Tomay Lyrics Bangla.

ক্ষমা করে দিলাম তোমায় গানটি হল কেশব দে এর গাওয়া। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন বাদল। ক্ষমা করে দিলাম তোমায় গানের লিরিক্স।

Khoma Kore Dilam Tomay Lyrics in Bengali:


সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ঐ দুচোখে ডাকতো সে আমায়

তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝেই বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

সাজানো দিনগুলো বেলাশেষে
সন্ধ্যে হয়ে ডুবে যায়
আমার দুচোখ ভেজে ভালোবাসা
অন্যের সুখে হেসে যায়

তবু তোমার দেওয়া ডাকনাম
সাথে নিয়ে তোমার বদনাম
আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

ফেলে আসা সব স্মৃতিগুলো
আজও তার কথা বলে যায়
মনের ঘরে যত রাগ অভিমান
আমি সব ভুলে, তাকে চাই

তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝেই বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ঐ দুচোখে ডাকতো সে আমায়

ক্ষমা করে দিলাম তোমায় লিরিক্স:


Se toh ichhe holei parto
Ek sondhye sathe thakte
Keno mukh phiriye chollo ojanay

Tar nityo notun bayna
Ami roj phuriye ditam
Jodi oi duchokhe dakto se amay

Tobu aral kore koshto
Ami hasir majhei bolbo
Nao khoma kore dilam ami tomay
326404665953066090

TRENDING NOW

326404665953066090