Song: E Path Geche Beke
Singer: Pritam Das
Composer: Pritam Das
Lyricist: Saswata Ray
Band: Taalpatar Shepai
E Path Geche Beke song has been sung & composed by Pritam Das. Taalpatar Shepai band performed this song. Lyrics written by Saswata Ray. E Path Geche Beke Song Lyrics. E Path Geche Beke Lyrics Bangla. E Poth Geche Beke Lyrics.
এ পথ গেছে বেঁকে গানটি হল প্রীতম দাসের গাওয়া। গানটির সুর সে নিজেই তৈরি করেছে। "তালপাতার সেপাই" বাংলা ব্যান্ড এই গানটিকে পরিবেশন করেছে। এ পথ গেছে বেঁকে গানের লিরিক্স।
এ পথ গেছে বেঁকে
কী ছবি যে এঁকে কে জানে
আজ মনে হয় তলী
আকাশই চোরাবালি, আনমনে
যত স্মৃতি কত কী, সাথে নিয়ে
কত রাত নদী হয়ে যায় বয়ে, কে চায়
এ মনের হিসেব কি, ওই মন রাখে?
শত তারায় তারায়, আজও খুঁজছি তাকে, হায়
কত তোমার কত কথা
রূপোসি রূপকথা বলো তারায়
আমি থাকি একা সঙ্গে
তবু তোমার তরঙ্গে ভেসে যায়
ফিরে আসি বারেবারে, সব ভেঙ্গে
যত না পাওয়া আজ পাওয়ার রঙে
এ মন যে জানে পথ ভোলার মানে, কে চায়
এ মনের হিসেব কি, ওই মন রাখে?
শত তারায় তারায়, আজও খুঁজছি তাকে, হায়
আমি জানি তুমি আসবে
ভালোবাসা, ভালোবাসবে
বলো তাই
পথ খুঁজি, তবু বুঝি
সেই তুমি, শুধু তুমি
আশ্রয়
শত স্মৃতি ভেজালো অঝোরে
আমি অচেনা আজ আমার ঘরে
হয়ে নিঃস্ব আমার অগোচরে
কে চায়
এ মনের হিসেব কি, ওই মন রাখে?
শত তারায় তারায়, আজও খুঁজছি তাকে
এ মন যে জানে পথ ভোলার মানে
কে জানে তুমি, কেন আমার মনে
E path geche beke
Ki chhobi je enke, ke jane
Aaj mone hoy toli
Akash chorabali anmone
Joto smriti koto ki, sathe niye
Koto raat nodi hoye jaay boye, ke chay
E moner hiseb ki oi mon rakhe?
Shoto taray taray aajo khujchi takey, haye