Oi Uthone Song Lyrics

Oi Uthone Lyrics From Sahobashe

Song: Oi Uthone
Film: Sahobashe
Singers: Rupankar Bagchi, Shaoni Majumder
Music: Soumya Rit
Lyrics: Anjan Kanjilal
Cast: Anubhav Kanjilal, Ishaa Saha, Sayoni, Rahul Banerjee, Biswajit Chakraborty, Tulika Basu

Oi Uthone song is sung by Rupankar Bagchi. This song is from the movie Sahobashe. Music composed by Soumya Rit. Lyrics written by Anjan Kanjilal. Oi Uthone Lyrics. Oi Uthone Song Lyrics. Oi Uthone Lyrics Sahobashe. Oi Uthone Lyrics By Rupankar Bagchi.

ঐ উঠোনে গানটি হল "সহবাসে" সিনেমার গান। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। সুরকার হলেন সৌম্য ঋত। গানটির কথা লিখেছেন অঞ্জন কাঞ্জিলাল। ঐ উঠোনে গানের কথা।

Oi Uthone Lyrics in Bengali:


তুই যে আমার আদরমাখা
একলা উঠোন
মেঘ মেখেছিস তাই বুঝি আজ
মেঘলা এমন

শিউলি ঝরে, তেঁতুল পড়ে
নটে গাছটি মুড়িয়ে ঝরে
ঘুমোয় যখন

ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা
কুড়োয় তখন

চোখ বুঝে নিক চোখের ভাষা
আঙুল বুঝুক হাতের, মন
কোথাও কারোর হৃদয় ভাঙে
কেউ কেঁদে নেয় কিছুক্ষন
কোথাও কারো ভুল নদীতে
ডুব দিয়েছে কোন স্বজন
ভুল বুঝেছে বুকের মধ্যে
লুকিয়ে থাকা আপনজন

শিউলি ঝরে, তেঁতুল পড়ে
নটে গাছটি মুড়িয়ে ঝরে
ঘুমোয় যখন

ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা
কুড়োয় তখন

কাছে শহর, কাছে রাস্তা
ঠাসাঠাসি মুখ, দুহাতে বস্তা
ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে

আবার কখনো মেট্রোর ভিড়ে
খুঁজছে আরাম, বাস ট্রাম ছেড়ে
রাত হাতে করে নিরাপদ সহবাসে

ঐ উঠোনে লিরিক্স:


Tui je amar adormakha
Ekla uthon
Megh mekhechis tai bujhi aaj
Meghla emon

Shiuli jhore, tentul pore
Notey gachti muriye jhore
Ghumoy jokhon

Oi Uthone
Ekla ami shukno paata
Kuroy tokhon

Chokh bujhe nik chikher bhasa
Angul bujhuk haater, mon
Kothay karor hridoy vange
Keu kende ney kichukkhon
Kothao karo vul nodite
Doob diyeche kon swojon
Vul bujhe buker modhye
Lukiye thaka aponjon
326404665953066090

TRENDING NOW

326404665953066090