Song: Megh
Vocals: Rupak Tiary
Lyrics: Aviman Paul
Music: Rupak Tiary & Jakiruddin Khan
Megh Song is sung by Rupak Tiary. Music composed by Rupak & Jakiruddin. Lyrics written by Aviman Paul. This video is based on a Nepali family from Royak Basti, Tinchuley. Megh Lyrics. Megh Song Lyrics. Megh Lyrics By Rupak Tiary. Megh Song Lyrics Rupak Tiary. Jao Phire Megh Lyrics.
যাও ফিরে মেঘ গানটি গেয়েছেন রূপক তিওয়ারি। গানটির সুরকার হলেন রূপক ও জাকিরুদ্দীন। গানটির কথা লিখেছেন অভিমান পাল। মেঘ গানের কথা।
একা মেঘ হেঁটে যায়
পায়ে পায়ে কে যেন ডাকে
পড়ে থাকে পিছুটান
শুনশান পথের বাঁকে
জানালার আড়ালে আজও সে দাঁড়ালে
স্বপ্ন আঁকা চোখে
সন্ধ্যের মলাটে, ভেজা ভেজা মন তার
পথ চেয়ে থাকে
যাও ফিরে মেঘ অন্য কোথাও
ইচ্ছে পাহাড়ে
যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও
নিজের ঘরে
তবু মেঘ ভাবে রোজ
একদিন মেঘ সরে যাবে
এভাবেই মেঘেদের দিন কাটে, আঁধার নামে
দূর দেশে কোনো শহরে
জেগে থাকে যেন কোন সে রূপকথা
হাতছানি দিয়ে ডাকে
গল্প শোনায় রোজ একমুঠো বেঁচে থাকার
ছেড়ে যেতে চায়নি সে কোনোদিন
অন্য কোনো ডাকে
ছেঁড়া কাঁথা গায়ে আজও এখানেই
ঘুমিয়ে থাকে
Eka Megh hente jay
Paaye paaye ke jeno dake
Pore thake pichutan
Shunshan pother bake
Janalar arale ajo se darale
Swopno anka chokhe
Sondhyer molate
Veja veja mon tar
Poth cheye thake
Jao phire megh onno kothao
Ichhe pahare
Jao phire megh, jao urey jao
Nijer ghore