Khela Hobe Lyrics
Song: Khela Hobe
Credit: Debangshu Bhattacharya
Political Party: Trinamool Congress
Khela Hobe Song is written & composed by Debangshu Bhattacharya. This song is chanted by the supporters of political party TMC. Khela Hobe Song Lyrics. Khela Hobe Lyrics TMC. TMC Song Khela Hobe Lyrics. Trinamool Song Khela Hobe Lyrics. Debangshu Bhattacharya Song Khela Hobe Lyrics.
খেলা হবে গানটি পারফর্ম করেছে দেবাংশু ভট্টাচার্য। গানটি হল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের গান। খেলা হবে গানের কথা।
Khela Hobe Lyrics in Bengali:
বাইরে থেকে বর্গী আসে
নিয়ম করে প্রতি মাসে
আমিও আছি, তুমিও রবে
বন্ধু এবার খেলা হবে
খেলা খেলা খেলা হবে
তৃণমূলের ভাঙিয়ে নেতা
নয়কো সহজ ভোটে জেতা
দিদির ছবি সরবে যবে
বন্ধু সেদিন খেলা হবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে...খেলা হবে
কন্যাশ্রী বোনটা আমার
হচ্ছে যখন ইঞ্জিনিয়ার
যুদ্ধ সে বোন জিতেই লবে
বন্ধু এবার খেলা হবে
খেলা খেলা খেলা হবে
বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী
ফুলিয়ে বলে বুকের ছাতি
অপারেশন ফ্রিতেই হবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে...খেলা হবে
কব্জি যদি শক্তিশালী
মাঠে আছে লড়নে ওয়ালি
বন্ধু বলো আসছো কবে
খেলা খেলা খেলা হবে
আমার মাটি সইবে না
ইউপি, বিহার হইবে না
বাংলা আমার বাংলা রবে
ভীষণ রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে... খেলা হবে
হাথরাসেতে বোনকে জ্বালাও
মোদী বলেন থালা বাজাও
এই মাটিতেও বাজনা হবে
নতুন রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে
পেঁয়াজ, আলু, গ্যাসের দামে
দেশকে ভাঙো রামের নামে
রামের দেবী দুর্গা তবে
বন্ধু জেনো, খেলা হবে
খেলা হবে...খেলা হবে
আঠারোটা এমপি নিয়ে
বাংলাকে মোর ভুললে গিয়ে
রিটার্ন তুমি আসবে কে?
বন্ধু সেদিন খেলা হবে
খেলা খেলা খেলা হবে
মুকুল, শোভন, সব্যসাচী
বিজেপি আজ আস্ত রাঁচি
মুকুল, শোভন, সব্যসাচী
বিজেপি আজ আস্ত রাঁচি
দিলীপ কি ফের কাঁদবে তবে?
খেলা হবে...খেলা হবে
বন্ধু সেদিন খেলা হবে
খেলা হবে...খেলা হবে
সবুজ আবির খেলা হবে
খেলা খেলা খেলা হবে
বন্ধু এসো খেলা হবে
খেলা খেলা খেলা হবে
মাঠেই আছি, খেলা হবে
খেলা খেলা খেলা হবে
ভীষণ রকম খেলা হবে
খেলা খেলা খেলা হবে
সবুজ আবির খেলা হবে
বাংলাতে ভাই, দিদিই রবে
খেলা খেলা খেলা হবে
খেলা হবে লিরিক্স:
Baire theke Borgi asey
Niyom kore proti mase
Amio achi, tumio robe
Bondhu ebar khela hobe
Khela khela khela hobe
Trinamool er vangiye neta
Noyko sohoj vote a jeta
Didir chobi sorbe jobe
Bondhu sedin khela hobe