Song: Jodi Thakte Tumi
Tune, Lyrics, Vocals: Hasan S. Iqbal
Music: Soundhacker
Jodi Thakte Tumi Song is sung, composed & written by Hasan S Iqbal. Jodi Thakte Tumi is a sad Bengali song. Jodi Thakte Tumi Song Lyrics. Jodi Thakte Tumi Hasan S Iqbal lyrics. Jodi thakte tumi bachte amar lagbe na kothin lyrics. Jodi thakte tumi Bengali lyrics.
যদি থাকতে তুমি গানটি গেয়েছেন ও লিখেছেন হাসান। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। যদি থাকতে তুমি গানের কথা।
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন
যদি থাকতে তুমি
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙিন
যদি থাকতে তুমি
যদি থাকতে তুমি
সামনে তোমার এনে দিতাম সব
যা যা চাইতে তুমি
তুমি বলার আগেই বুঝতাম আমি
যখন মনখারাপ
করে থাকতে তুমি
এমন হবে কোনোদিন
আমি আগে ভাবিনি
যে আমায় ছাড়া বাঁচতো না
আজ সে কেন বিলীন
আমার চোখে ভাসে
শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর
তোমায় মনে পড়লে
করি শুধু পাগলামি
ওঠে এই মাতাল মনে ঝড়
(এমন হবে কোনোদিন
আমি আগে ভাবিনি
যে আমায় ছাড়া বাঁচতো না
আজ সে কেন বিলীন
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন
যদি থাকতে তুমি
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙিন
যদি থাকতে তুমি)
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারই
আমায় ভুলে যাওয়াটাই সহজ
তুমি কবে আসবে
ভালোবাসবে আমাকে
এখনো এ আশায় থাকি রোজ
(...)
Jodi thakte tumi
Bachte amar lagto na kothin
Jodi thakte tumi
Jodi thakte tumi
Kat to amar dingulo rongin
Jodi Thakte Tumi
Jodi thakte tumi
Samne tomar eney ditam sob
Ja ja chaite tumi
Tumi bolar agei bujhtam ami
Jokhon mon kharap
Kore thakte tumi
Emon hobe konodin
Ami agey bhabini
Je amay chara bachto na
Aaj se keno bilin