
Jodi Boli Lyrics By Pratik Kundu
About the Song
"Jodi Boli" is a soulful and immensely popular Bengali romantic song that has resonated with millions of listeners. The track is brought to life by the stunning duet vocals of Pratik Kundu and Sudeshna Das. The multi-talented Pratik Kundu is not only the singer but also the brilliant mind behind the song's music and heartfelt lyrics.
Released on February 14, 2021, as a special tribute to Valentine's Day, the song's narrative explores the intimate conversations and sweet moments in a relationship. Its universal theme of unconditional love, trust, and playful arguments has made it a viral sensation and a go-to choice for Bengali romantic playlists. This song is a perfect example of a modern-day classic that connects with listeners on a deeply emotional level. For those who want to feel the song's emotional depth, the complete lyrics are provided below in both Bengali script and English transliteration.
“যদি বলি” গানটি হলো প্রতীক কুন্ডু ও সুদেষ্ণা দাসের গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান। গানটির সুরকার এবং গীতিকার হলেন প্রতীক কুন্ডু। এখানে গানটির সম্পূর্ণ বাংলা এবং ইংরেজি প্রতিলিপিকরণ দেওয়া হলো।
Jodi Boli Lyrics in Bengali
🎶 যদি বলি | Jodi Boli Song Lyrics
যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে
যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই
তুমি আমার তাই
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে
গোধূলি আকাশ
মুছে দিল সাজ
অযথা দূরে তবু তুমি আজ
অভিমানী ভুল ধরবে আঙ্গুল
মন করে বায়না
তুমি কি আমায় করবে পাগল
শাড়ির আঁচল, চোখের কাজল
প্রেমে তুমিও পড়ে যাবে হায়
দেখো যদি আয়না
বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি শূণ্য এ মহাদেশে
যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি
তবুও তোমাকে চাই
তুমি স্বপ্নেই এসো রূপকথার ঐ দেশে
আমি বুকের মাঝে জাপটে জড়িয়ে
যত কথা আছে সবই তোমাকেই বলি
আমি কান পেতে সেই মনের গভীরে
লুকোনো যন্ত্রণা শুনে ফেলি
তুমি অভিমানে খুব
হয়ে গেলে চুপ
ভুল মেনে নিয়ে
কত কত সরি বলি
ভাবি থাকবই রেগে, গম্ভীর মুখে
তোমার কথায় ধুৎ
আমি হেসে ফেলি
মারপিট আর ঝগড়াঝাঁটিরা
শান্তি চাইবে শেষে
তাই অভিমান ভুলে আদর মাখতে
তোমার কাছে এসে
People Also Search For
Jodi Boli Lyrics in English Transliteration
Frequently Asked Questions:
- Who are the singers of the song "Jodi Boli"?
- "Jodi Boli" is a beautiful Bengali duet sung by Pratik Kundu and Sudeshna Das.
- Is "Jodi Boli" a new release?
- Yes, it is one of the recent and popular songs from the artists Pratik Kundu and Sudeshna Das.
- Where can I find the lyrics for "Jodi Boli"?
- The complete Bengali lyrics (যদি বলি গানের কথা) for the song are provided on this webpage for you to read and enjoy.
- Who is Pratik Kundu?
- Pratik Kundu is a well-known singer in the Bengali music industry, popular for his soulful renditions and new songs like "Jodi Boli".