Jeno Bhalobasha Hoy Lyrics
Song: Jeno Bhalobasha Hoy
Singer: Ankita Bhattacharyya
Lyrics & Tune: Saswati Bhattacharyya
Cast: Mukul Kumar Jana, Ankita Bhattacharyya, Antara Shet
Jeno Bhalobasha Hoy song is sung by Ankita Bhattacharyya. Music composed by Saswati Bhattacharyya and she also wrote the lyrics. Jeno Bhalobasha Hoy Song Lyrics. Jeno Bhalobasa Hoy Lyrics. Jeno Bhalobasha Hoy Lyrics Bangla.
জেনো ভালোবাসা হয় গানটি গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। গানটির সুরকার হলেন সাস্বতী ভট্টাচার্য। জেনো ভালোবাসা হয় গানের কথা।
Jeno Bhalobasha Hoy Lyrics in Bengali:
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়
তোমায় নিয়ে দিন রাতে
মন শুধু ভেবে ভেবে যায়
সামনে এলে, তোমায় দেখে
সবকিছু যেন ভুলে যায়
তাই বলতে পারিনা ভালোবাসি
তোমায় আমি অনেকখানি
কী করি উপায়
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়
আমার এ মন
ঘুড়ি হয়ে হয়ে উড়ে,
দূরে দূরে চলে যায়
তোমার কাছে ভোকাট্টা হয়ে
সুতো ছিঁড়ে পড়ে যায়
বলতে পারিনা কখনো
উড়ে চলো আমার সাথে
কী করি উপায়
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়
জেনো ভালোবাসা হয়...
জেনো ভালোবাসা হয় লিরিক্স:
Likhte parina kobita
Tomay niye nijer moto
Ki kori upay
Gaite parina ami gaan
Tomay niye nijer moto
Ki kori upay
Ta bole vebona kokhono ami
Bhalobashini tomay
Onek na bola kotha kokhono
Jeno Bhalobasha Hoy