Hridoye Tomar Thikana Lyrics
Song: Hridoye Tomar Thikana
Singers: Papon, Tamanna Prome
Music & Tune: Adit Rahman
Lyrics: Rabiul Islam Jibon
Starring: Niraab Hossain & Tamanna Prome
Label: Dhruba Music Station
Hridoye Tomar Thikana song is sung by Papon & Tamanna Prome. Music & Tune has been composed by Adit Rahman. Lyrics written by Rabiul. Hridoye Tomar Thikana Song Lyrics. Hridoye Tomar Thikana Lyrics By Papon. Hridoye Tomar Thikana Lyrics Bangla.
হৃদয়ে তোমার ঠিকানা গানটি গেয়েছেন পাপন ও তামান্না। গানটির টিউন তৈরি করেছেন অদিত রহমান। গানটির কথা লিখেছেন রাবিউল। হৃদয়ে তোমার ঠিকানা গানের কথা।
Hridoye Tomar Thikana Lyrics in Bengali:
শুধু তোমার কারণে
শত বারণে, ছুটে আসি
ছুটে আসি
উড়ো মেঘের চাদরে
জলের আদরে
ডুবে ভাসি, ডুবে ভাসি
ছুঁয়ে দাও তুমি যখনই
দুচোখে নামে জোছনা
কতটা ভালবাসি হায়
সে কি বোঝোনা
হৃদয়ে তোমার ঠিকানা
দেখোনা চেয়ে, দেখোনা
হৃদয়ে তোমার ঠিকানা
বুঝেও কেন বোঝনা
যাই, তোমাতে হারিয়ে যাই
খেয়ালী ভাবনাতে
চাই, আমি সে জড়াতে চাই
উদাসী দিনে রাতে
জুড়ে আছ সারাক্ষণ
এ মনের গহীনে তুমি
হৃদয়ে তোমার ঠিকানা
দেখোনা চেয়ে, দেখোনা
হৃদয়ে তোমার ঠিকানা
বুঝেও কেন বোঝনা
চাই, শুধু যে তোমাকে চাই
কারণে অকারণে
যাই, দুজনে ছড়িয়ে যাই
সুখেরই আবরণে
জেনে রেখো বারবার
এ মনের অঘোরে তুমি
হৃদয়ে তোমার ঠিকানা
দেখোনা চেয়ে, দেখোনা
হৃদয়ে তোমার ঠিকানা
বুঝেও কেন বোঝনা
হৃদয়ে তোমার ঠিকানা লিরিক্স:
Shudhu tomar karone
Shoto barone chutey asi
Chutey asi
Uro megher chadore
Joler adore
Dubey vasi, dubey bhasi
Chhuye dao tumi jokhoni
Duchokhe namey jochona
Koto ta valobasi haye
Se ki bojhona
Hridoye Tomar Thikana
Dekhona cheye dekhona
Hridoye tomar thikana
Bujheo keno bojhona