Song: Fire Ay Na
Singer: Abdul Kader Tuhin
Lyrics & Tune: Abdul Kader Tuhin
Music composer: Eemce Mihad
Fire Ay Na Song is sung, tuned & written by Abdul Kader Tuhin. Music has been arranged by Eemce Mihad. Fire Ay Na Song Lyrics. Fire Ay Na Lyrics Bangla. Phire ay na lyrics. Firey ay na lyrics.
ফিরে আয় না গানটি গেয়েছেন আব্দুল কাদের তুহিন। তিনি নিজেই গানটির কথা লিখেছেন ও টিউন তৈরি করেছেন। ফিরে আয় না গানের কথা।
সে সব বোঝে তবু দেখে না
লুকিয়ে থাকে আড়ালে
তারে দেখেও চেনা যায় না
ধূসর স্বপ্নে সে এলে
আমি অবেলায় খুঁজে বেড়ায়
তবুও দেখা পাই না
ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায়না
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয় না
আমি যত চাই ভুলতে তারে
তবুও ভোলা যায় না
এখন তো কোনো ভোরবেলায়
কেউ এসে দেখা দেয় না
আমি অবেলায় খুঁজে বেড়ায়
তবুও দেখা পাই না
ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায়না
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয়না
Se sob bojhe tobu dekhe na
Lukiye thake arale
Tare dekheo chena jayna
Dhusor swopne se eley
Ami obelay khunje beray
Tobuo dekha paay na
Fire Ay Na, fire ay na
Tui chara valo thaka jaina
Tor bayna, sob bayna
Sob vule fire chole ayna