Ek Baar Bole Dekh Song Lyrics

Ek Baar Bole Dekh Lyrics

Song: Ek Baar Bole Dekh
Film: Sahobashe
Singers: Soumya Rit, Shaoni Majumder
Music: Soumya Rit
Lyrics: Soumya Rit & Anjan Kanjilal
Cast: Anubhav Kanjilal, Ishaa Saha, Saayoni Ghosh, Rahul Banerjee, Debleena Dutt Mukherjee, Biswajit Chakraborty

Ek Baar Bole Dekh Song has been sung by Soumya Rit & Shaoni Majumder. This song is from the movie Sahobashe. Music composed by Soumya. Lyrics written by Soumya & Anjan. Ek Baar Bole Dekh Song Lyrics. Ek Baar Bole Dekh Lyrics From Sahobashe. Ek bar bole dekh lyrics. Ek bar bole dekh song lyrics.

এক বার বলে দেখ গানটি হল "সহবাসে" সিনেমার গান। গানটি গেয়েছেন সৌম্য ও শাওনি। গানটির সুরকার হলেন সৌম্য ও কথাকার হলেন সৌম্য এবং অঞ্জন। একবার বলে দেখ গানের কথা।

Ek Baar Bole Dekh Lyrics in Bengali:


তুই করলি জিগ্যেস
আমার দুঃখ কিসের
কী আর বলি বল, তোকে

এমন কী কথা
যা বাড়াবে ব্যথা
কেন থেমে যাস, অর্ধেক লিখে

বলে ফেল, ডানা মেল
ওই আকাশে
বদলে দে, যেমন চাস
জীবনটাকে

একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে
একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে

জড়িয়ে গলা, কান্নাগুলো হয়নি ঢালা
তোর বুকে, তোর বুকে
আটকে গেছে গৃহস্থালির নগ্ন কথা
ভুল চোখে, ভুল চোখে

গভীর কথাগুলো মরসুমে
পাগল গায়ছে গান সরগমে
তোমার হাতে ফুল, আমিও করেছি ভুল
কিনেছি যত সুর কম দামে

তোমার আয়নাতে দীর্ঘশ্বাস
আমার একা ঘরে রাত্রিবাস
তবুও ভাঙে ঘুম, যে কোনো বেডরুম
জমাট অশ্রুতে জলোচ্ছ্বাস

বলে ফেল, ডানা মেল
ওই আকাশে
বদলে দে, যেমন চাস
জীবনটাকে

একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে
একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে

একবার বলে দেখ লিরিক্স:


Tui korli jiggesh
Amar dukkho kiser
Ki ar boli bol, toke

Emon ki kotha
Ja barabe byatha
Keno theme jas ordhek likhe

Bole fel dana mel
Oi akashe
Bodle de jemon chas
Jibonta ke

Ek baar bole dekh
Hoye jabo ek, tor sathe
Ekbar bole dekh
Hoye jabo ek tor sathe
326404665953066090

TRENDING NOW

326404665953066090