Ei Mon Song Lyrics

Ei Mon Lyrics By Abir Biswas

Song: Ei Mon
Singer: Abir Biswas
Music & Lyrics: Abir Biswas
Cast: Abir Biswas and Sumana Sikdar
Label: KMJ Music Series

Ei Mon song is sung, composed & written by Abir Biswas. This is a romantic track. Abir Biswas & Sumana Sikdar were seen acting in this music video. Ei Mon Lyrics. Ei Mon Song Lyrics. Ei Mon Abir Biswas Lyrics. Ei Mon Lyrics Abir Biswas.

এই মন গানটি গেয়েছেন, সুর তৈরী করেছেন ও লিখেছেন আবির বিশ্বাস। এই মন গানের কথা।

Ei Mon Lyrics Abir Biswas in Bengali:


এই মন পেতে চাই তোকে খুব করে
এ হৃদয় বেঁধে নেয় তোকে আদরে
চলে আয়, আজ তুই আমার হাত ধরে
খুঁজে নে, আজ আমায় তোরই আবদারে

জড়িয়ে নেব তোকে, দু পলকে আজ আমার
ঝরিয়ে দেব বৃষ্টি তোর আকাশে, আজ আবার
জড়িয়ে নেব তোকে, দু পলকে আজ আমার
নামিয়ে দেব বৃষ্টি তোর আকাশে, আজ আবার

কত করে তোকে কাছে চেয়েছি
ভেবেছি শুধু তোর কথা
মনের গোপনে তোরই ছবি এঁকেছি
লিখেছি কত কবিতা

কত করে তোকে কাছে চেয়েছি
ভেবেছি শুধু তোর কথা
মনের গোপনে তোরই ছবি এঁকেছি
লিখেছি শুধু তোর কথা

এই রাত কেটে যাক তোরই নেশাতে
আর ভোর শুরু হোক তোর ভালোবাসাতে

জড়িয়ে নেব তোকে, দু পলকে আজ আমার
ঝরিয়ে দেব বৃষ্টি তোর আকাশে, আজ আবার
জড়িয়ে নেব তোকে, দু পলকে আজ আমার
নামিয়ে দেব বৃষ্টি তোর আকাশে, আজ আবার

এই মন লিরিক্স - আবির বিশ্বাস:


Ei mon petey chay toke khub kore
E hridoy bendhe ney toke aadore
Chole aye, aaj tui amar haat dhore
Khunje ne aaj amay tor e abdare

Joriye nebo toke du poloke aaj amar
Jhoriye debo brishti tor akashe aaj abar
Joriye nebo toke du poloke aj amar
Namiye debo brishti tor akashe aaj abar
326404665953066090

TRENDING NOW

326404665953066090