E Naamey Se Naamey Lyrics (এ নামে সে নামে) Magic | Shaan | Anwesshaa
Song: E Naamey Se Naamey
Movie: Magic
Singers: Shaan, Anwesshaa
Music: Dabbu
Lyricist: Rajiv Dutta, Prasenjit Mallik
Starring: Ankush Hazra, Oindrila Sen
E Naamey Se Naamey song is sung by Shaan & Anwesshaa. This song is from the Bengali movie "Magic". Music composed by Dabbu. Lyrics written by Rajiv Dutta & Prasenjit Mallik. E Naamey Se Naamey Song Lyrics. E Naamey Se Naamey Lyrics From Magic. E name se name lyrics. E naame se Naame Lyrics.
এ নামে সে নামে গানটি হল "ম্যাজিক" সিনেমার গান। গানটি গেয়েছেন শান ও অন্বেষা। গানটির সুরকার হলেন ডাব্বু। গানটির কথা লিখেছেন রাজীব দত্ত ও প্রসেনজিৎ। এ নামে সে নামে গানের কথা।
চিনেছি আমি আমায়
তোমার ঐ দুচোখে
পড়ে পাওয়া এ জীবন
চাই মন থেকে তোমাকে
(তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙিন
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে)
[এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই]
হোওওওও...
রূপকথা আজ তোমায় নিয়ে
এসেছে ধরা দিতে
মন ছুটে যায় তোমার দিকে
থামেনা কোনো মতে
কী করে এত স্বপ্ন আমার
একা আনমনে কাটবে সাঁতার
দিশাহারা এ হাওয়ায়
আজ ডেকে নাও আমাকে
[...]
নেই কোন আর আড়াল রাখা
আমাকে ছুঁয়ে দেখো
আজ থেকে সব তোমার নামে
আদরে মুড়ে রাখো
(...) [...]
Chinechhi ami amay
Tomar oi duchokhe
Pore pawa e jibon
Chai mon theke tomake
Tomake chhara din ki kothin
Tumi chao jodi nimeshe rongin
Beporoya e jibon
Aaj niye jak je dike
E naamey se naamey
Likhi hajar khame
Bhabna joto sobtukui