Bhalobashi Tomay Lyrics By Lagnajita
Song: Bhalobashi Tomay
Singers: Lagnajita Chakraborty, Ranajoy Bhattacharjee
Tune: Ranajoy Bhattacharjee
Lyrics: Shahdab Akbar Labu Choudhury
Label: G series
Bhalobashi Tomay song is sung by Lagnajita Chakraborty & Ranajoy Bhattacharjee. Music composed by Ranajoy. Lyrics written by Shahdab Akbar. Bhalobashi Tomay Song Lyrics. Bhalobashi Tomay Lyrics By Lagnojita. Bhalobashi Tomay Lyrics Lagnajita. Lagnajita Chakraborty New Song Lyrics. Bhalobashi Tomay Lyrics.
ভালোবাসি তোমায় গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। গানটির সুরকার হলেন রণজয়। ভালোবাসি তোমায় গানের কথা।
Bhalobashi Tomay Lyrics in Bengali:
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
বেঁধেছি ঘর হৃদয়ের পর
গাঢ় সবুজ ঐ গহীন বনে মোর
শুধু তুমি আর আমি
আমরা দুজন রবো সেথায় কাল কালান্তর
রবে না দেহ
রবে শুধু মন
রবে ভালোবাসা অনন্ত জীবন
যেমন আছি তেমনই রবো
অন্তহীন শ্রোত ধারার মতো
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
কখনো নাইবো ঝর্ণা ঝরায়
বাইবো মোরা পাহাড় ঘেঁষা শীতল নদী ধারায়
কোমর বিছা নুপুর পায়ে সিঁদুর রাঙা শাড়ি পরে
চলবে তুমি ঘন সবুজ আঁকাবাঁকা পাহাড় ধরে
নয়ন মেলে দূর থেকে আমি
শুধু দেখবো তোমায় হৃদয় ভরে
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
উড়বো মোরা নীল আকাশে
হাতে হাত ধরে
কখনো ভাসবো সাদা মেঘ ভেলায়
দুজনে দুজনার হয়ে
চলে গেলে সবাই মিলে যায়
তারার মিছিলে
আমরা বেড়াবো চাঁদের আলোয়
জানা অজানার মাঝে
সূর্য হয়ে আলো দেব তোমায়
চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়
মায়ার বাঁধনে বেঁধেছি মন
ভালোবাসা দিয়ে যাব তোমায় সারাটা জীবন
ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
ভালোবাসি তোমায় লিরিক্স:
Bhalobashi Tomay
Ontore ontore sarata hridoy jure
Bendhechhi ghawr hridoyer por
Garo sobuj oi goheen bone more
Shudhu tumi aar ami
Amra dujon robo sethay kaal kaalantor