Bhalo Lage Mohiner Ghoraguli Lyrics (ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে) | Hay Bhalobashi
Song: Bhalo Lage
Band: Mohiner Ghoraguli
Album: Maya
Released: 1997
Music: Gautam Chattopadhyay
Label: Asha Audio
Bhalo Lage song is performed by Bangla Band Mohiner Ghoraguli, often spelled as Moheener Ghoraguli. Lyrics of bhalo lage by Mohiner Ghoraguli. Bhalobasi jotsnay kashbone chhutte lyrics.
ভালো লাগে গানটি হল "মায়া" এলবামের গান। গানটি পারফর্ম করেছে "মোহিনের ঘোড়াগুলি" বাংলা ব্যান্ড। ভালো লাগে গানের কথা।
ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে
কাছে ডাকে ধানখেত সবুজ দিগন্তে
তবুও কিছুই যেন
ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি, বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি এক মনে কবিতা পড়তে
তবুও কিছুই যেন
ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
যখন দেখি ওরা কাজ করে
গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায়
মাঠে প্রান্তরে
তখন ভালো লাগে না,
লাগে না কোনো কিছুই
সুদিন কাছে এসো,
ভালোবাসি একসাথে সবকিছুই
ভালোবাসি পিকাসো, বুনোয়েল, দান্তে
বিটল্স, ডিলান আর বিথোফেন শুনতে
রবি শঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
Bhalobasi jotsnay kashbone chhutte
Chhaya ghera metho pothe bhalobasi hant te
Dur paharer gaaye godhulir aalo mekhe
Kachhe dake dhankhet sobuj digante
Tobuo kichhui jeno
Bhalo je lagena keno
Udashi pother majhe mon pore thake jeno
Kothay royechhe bhabi lukiye bishad tobu
Bhalo lage dingi noukay chore bhaste
Projapoti bunohas bhalo lage dekhte
Janlar kone bose udashi bikel dekhe
Bhalobasi ek mone kobita porte