Aha Oi Anka Banka Je Poth Lyrics
Song: Aha Oi Anka Banka Je Poth
Singer: Shyamal Mitra
Music & Lyrics: Salil Chowdhury
Cover Singer: Miftah Zaman
Music Rearranged By: Partha Barua
Aha Oi Anka Banka Je Poth song is originally sung by Shyamal Mitra. Music composed by Salil Chowdhury. He also wrote the lyrics. This song has been covered by Miftah Zaman. Aha Oi Anka Banka Je Poth Song Lyrics. Aha Oi Anka Banka Je Path Lyrics. Lyrics of Aha Oi Anka Banka Je Path. Aha Oi Aka Baka je poth Lyrics.
আহা ঐ আঁকা বাঁকা যে পথ গানটি হল শ্যামল মিত্রের গাওয়া। গানটির সুরকার হলেন সলিল চৌধুরী। তিনিই গানটির কথা লিখেছিলেন। গানটি কভার করেছেন মিফতাহ্ জামান। আহা ঐ আঁকা বাঁকা যে পথ গানের কথা।
Aha Oi Anka Banka Je Poth Lyrics in Bengali:
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমনও দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ঝিকিমিকি
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
জীবনও বৃন্তেরও থেকে ঝরে
কত না স্বপ্ন গেছে মরে
তবুও পথ চলা কবে যে শেষ হবে জানিনা
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
আপনও নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায় আমি পথে থাকি
ভাবি এখনও মোরে আকাশে চেয়ে চেয়ে ভাবো কি
আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
আহা ঐ আঁকা বাঁকা যে পথ লিরিক্স:
Aha oi anka banka je poth jay sudure
Kono horini korun tar taan tuleche
Emono dine tumi more kache nai, haye
Smriti ra jeno jonakir jhikimiki jhiki miki
Aha oi anka banka je poth jay sudure
Jibono brintero theke jhore
Koto na swopno geche morey
Tobuo poth chola kobe je shesh hobe janina
Aha oi aka baka je poth jai sudure
Apono nirey firey geche pakhi
Nir haray ami pothe thaki
Vabi ekhono morey akashe cheye cheye vabo ki