Song: Tomake Bhebe Golpo Lekha
Singer: Rupak Tiary
Tune: Rupak Tiary
Lyrics: Amita Karmoker
Cast: Mukul Kumar Jana, Anusmita Dutta
Short Film: Meme Culture
Tomake Bhebe Golpo Lekha song is sung & composed by Rupak Tiary. Lyrics written by Amita Karmoker. This song is from the short film "Meme Culture". Tomake Bhebe Golpo Lekha Song Lyrics. Tomake Bhebe Golpo Lekha Lyrics Rupak Tiary. Tomake vebe golpo lekha song lyrics.
তোমাকে ভেবে গল্প লেখা গানটি হল শর্ট ফিল্ম "মিম কালচার" এর গান। গানটি গেয়েছেন রূপক তিওয়ারি। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন অমিতা কর্মকার। তোমাকে ভেবে গল্প লেখা গানের কথা।
তোমাকে খুঁজেছি রাতজাগা তারার মাঝে
খুঁজেছি লুকিয়ে থাকা কোন গানের খাতার ভাঁজে
জানি তুমি নেই কাছে, তবু যাই খুঁজে
চুপ থাকো জানি তবু তুমি সব বুঝে
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা
তুমি আমার দুচোখে
না ছুঁয়ে যে রং মেশালে
আমি তোমাকে এঁকেছি
সে রঙের মায়াজালে
জানি তুমি নেই কাছে, তবু যাই খুঁজে
চুপ থাকো জানি তবু তুমি সব বুঝে
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা
Tomake khujechi raat jaga tarar majhe
Khujechi lukiye thaka kon ganer khatar bhaje
Jani tumi nei kache, tobu jai khuje
Chup thako jani tobu tumi shob bujhe
Tomake bhebe je golpo lekha
Jay bhese gopone ajo eka