Song: Shunya Khatar Gaan (শূন্য খাতার গান)
Singer: Sahana Bajpaie
Music: Aador
Lyricist: Debasmita
Shunya Khatar Gaan song is sung by Sahana Bajpaie. Music composed by Aador. Lyrics written by Debasmita. Shunya Khatar Gaan Song Lyrics. Shunya Khatar Gaan Lyrics By Sahana Bajpaie.
শূন্য খাতার গান গেয়েছেন সাহানা বাজপেয়ী। গানটির সুরকার হলেন আদর। গানের কথা লিখেছেন দেবস্মিতা। শূন্য খাতার গান এর কথা।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কী রং তোমার বোতাম ছেঁড়া জামায়
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে
কোথায় যেন লুকিয়ে আছে জীবন
মনখারাপের গোলাপী মন্তাজে
এপার থেকে ওপার হাঁটে আলো
মনের কথা কেবল অপচয়
এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু
পাথর বেঁধে দাঁড়িয়ে আছে সময়
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
শূন্য খাতা এত্ত কেন ভাবায়
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
Sondhye tumi bolte paro amay
Ki rong tomar botam chhera jamay
Ondho hoye bondho kichhu manush
Aatke achhe hiseb bhora thongai
Kancher dewal bhison kachhe shohor
Chhowar belay duhaat bhore kaaje
Kothay jeno lukiye achhe jibon
Mon kharaper golapi montaje
E paar theke o paar hante aalo
Moner kotha kebol opochoy
E chokh theke o chokh bandha setu
Pathor bendhe dariye achhe somoy