Sab Range Tui Lyrics (সব রঙে তুই) Rupam Islam | Tumi Ashbe Bole
Song: Sab Range Tui (সব রঙে তুই)
Movie: Tumi Ashbe Bole
Singer: Rupam Islam
Music: Jeet Gannguli
Lyricist: Priyo Chattopadhyay
Cast: Bonny Sengupta, Koushani Mukherjee
Sab Range Tui song is sung by Rupam Islam. This song is from the movie "Tumi Ashbe Bole". Music composed by Jeet Gannguli. Lyrics written by Priyo Chattopadhyay. Sab Range Tui Lyrics By Rupam Islam. Sab Range Tui Song Lyrics. Sob Ronge Tui Lyrics. Sob Range Tui Lyrics. Sob Ronge Tui Song Lyrics. Sab Range Tui Song Lyrics From Tumi Ashbe Bole.
সব রঙে তুই গানটি হল "তুমি আসবে বলে" সিনেমার গান। গানটি গেয়েছেন রূপম ইসলাম। গানটির সুরকার হলেন জিৎ গাঙ্গুলি। গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সব রঙে তুই গানের কথা।
দেখেছি স্বপ্নে যে ছবিটা
তার সব রঙে তুই জড়িয়ে ছিলি
ভেবেছি বলবো যে কথাটা
না বলতেই দেখি বুঝে তুই নিলি
তোকে দেখলে পড়ে সামনে
দেখা দেয় যে অন্য সকাল
একা একাকী পথে
কী করে চলেছি কাল
আজ বদলে গেছি আমি
তোর চোখেও
ওওও...
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে
তোর মনে মন রেখে
দুলতে ভালো লাগে
না বলা ইচ্ছেরা
চোখে রাত জাগে
কথা বললে, সুরে মিশে
শুরু হয় যে গানের আলাপ
তোর ছোঁয়ায় আসে বাহার
মনে ফোটে হাজার গোলাপ
আজ বদলে গেছে সবই
এই চোখেও
ওওও...
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে
Dekhechi swopne je chobita
Tar sob range tui joriye chhili
Vebechi bolbo je kothata
Na boltei dekhi bujhe tui nili
Toke dekhle pore samne
Dekha daye je onno sokal
Eka ekaki pothe
Ki kore cholechi kal
Aaj bodle gechi ami
Tor chokheo