Mon Anmone Song Lyrics From Magic
Song: Mon Anmone
Movie: Magic
Singers: Santanu Dey Sarkar, Antara Mitra
Music: Dabbu
Lyrics: Rajiv Dutta
Starring: Ankush, Oindrila
Music Label: Surinder Films
Mon Anmone Song is sung by Santanu Dey Sarkar & Antara Mitra. This song is from the Bengali movie Magic. Music composed by Dabbu. Lyrics written by Rajiv Dutta. Mon Anmone Song Lyrics. Mon Anmone Lyrics. Mon Anmone Lyrics From Magic.
মন আনমনে গানটি হল ম্যাজিক সিনেমার গান। গানটি গেয়েছেন শান্তনু দে সরকার ও অন্তরা মিত্র। গানটির সুরকার হলেন ডাব্বু। গানটির কথা লিখেছেন রাজীব দত্ত। মন আনমনে গানের কথা।
Mon Anmone Lyrics in Bengali:
ডেকেছে তোকে মন আনমনে
লেগেছে চোখে ঘোর গোপনে
মুঠো চিঠি তোরই নয় এ
পড়িয়েছি আরামে
পড়ে নে তুই শুধুই
সে কথারই ইশারা
এই ঘর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়
এলো নেমে আড়ালে ধীরে তোর কাহিনী
ভালোলাগে ছোঁয়াচে সে আছে
আমার দিন কী রঙিন
তোকে ভেবে কত না আলো হাত বাড়ালো
তাকালি যেই, আদরে আলাপে
আমার ঘুম পাড়ালো
এগিয়ে দে, ধরা পড়ি
হাসিরা তোর বাহারই
আমিও খুব জানি কেন এই পাহারা
এই ঘর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়
মন আনমনে লিরিক্স:
Dekheche toke mon anmone
Legeche chokhe ghor gopone
Mutho chithi tor e noy e
Poriyechi arame
Pore ne tui shudhui
Sey kothari ishara
Ei ghawr amar tor kinaray
Raat bhor katay e valobasay