Song: Ki Naamey Daaki (কী নামে ডাকি)
Movie: Cheeni
Singer: Subhamita
Music: Amit-Ishan
Lyricist: Ritam Sen
Starring: Aparajita, Madhumita
Ki Naamey Daaki song is from the movie "Cheeni". This song is sung by Subhamita Banerjee. Music composed by Amit & Ishan. Lyrics written by Ritam Sen. Ki Naamey Daaki Song Lyrics. Ki Name Daki Lyrics. Ki Naame Daaki Lyrics. Ki Naame Daki Lyrics. Ki Name Daaki Lyrics.
কী নামে ডাকি গানটি গেয়েছেন শুভমিতা। গানটি হল "চিনি" সিনেমার গান। গানটির সুরকার হলেন অমিত ও ইশান। গানের কথা লিখেছেন ঋতম সেন। কী নামে ডাকি গানের কথা।
তুমি থাকো আর কিছুক্ষন
আজ ছুঁয়ে আমায়
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়?
সাদা কালোয় বয়স আঁকে
স্মৃতির কারুকাজ
ভুলে যাওয়া গল্পগুলো
আসছে ফিরে আজ
কী নামে ডাকি
বলো কী করে থাকি
তোমাকে কিভাবে আমি আগলে রাখি
ছিল যত ইচ্ছে
ভাসান দিচ্ছে
সুতো গুলো ছিঁড়ছে যে হাওয়ায়
ওওও...
ভাসালো আজ মন
সময়ের ভাঙন
গন্ধেরা কেমন রাত জাগায়
এই পাশে থাকা
অজান্তে ডাকা
নেই সে ভালো নেই, ভাবলেই
কী নামে ডাকি
বলো কী করে থাকি
তোমাকে কিভাবে আমি আগলে রাখি
তোমাকে কিভাবে আমি আগলে রাখি...
Tumi thako aar kicchukhon
Aaj chhunye amay
Chole jetey chailei ki
Chole jawa jai?
Saada kaloy boyos anke
Smritir karukaj
Bhule jawa golpo gulo
Aschhe phire aaj
Ki naamey daaki
Bolo ki kore thaki
Tomake kibhabe ami agle rakhi