Khuje Pawa Ek Shite Lyrics (খুঁজে পাওয়া এক শীতে) Charitraheen 3 | Ishan | Ikkshita
Song: Khuje Pawa Ek Shite (খুঁজে পাওয়া এক শীতে)
Singers: Ishan Mitra, Ikkshita Mukherjee
Web series: Charitraheen 3
Music: Tamalika Golder
Lyricist: Arghyadip Roy
Khuje Pawa Ek Shite Song is from the Bengali web series Charitraheen 3. This song is sung by Ishan Mitra & Ikkshita Mukherjee. Music composed by Tamalika. Lyrics written by Arghyadip. Khuje Pawa Ek Shite Song Lyrics From Charitraheen 3. Khuje Pawa Ek Shite Song Lyrics. Khuje Paoa Ek Shite Song Lyrics. Khuje Paoa Ek Sheete Lyrics. Khuje pawa ek side lyrics. Khuje pawa ek side song lyrics.
খুঁজে পাওয়া এক শীতে গানটি হল "চরিত্রহীন ৩" ওয়েব সিরিজের গান। গানটি গেয়েছেন ইশান এবং ইক্ষীতা। গানটির সুরকার হলেন তমলিকা। খুঁজে পাওয়া এক শীতে গানের কথা।
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছে পানসিতে
লেখা রাত পারসিতে
তোমার গায়
ঘুম ভাঙা আলপিনে
নাবালক রাত দিনে
ব্যথারা তোমায় চিনে
পথ হারায়
মেখেছি আলোর রেখা
রূপোলী হিজল শাখা
নিকোনো উঠোন ফাঁকা
হিম ঘনায়
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছে পানসিতে
লেখা রাত পারসিতে
তোমার গায়ে
অচেনা বিদেশি হাওয়া
জোনাকি ফেরত পাওয়া
তোমারই নামের ছায়া
ঘুম পাড়ায়
যেটুকু প্রহর বাকি
সুপটু হাতের ফাঁকি
কিছুটা সময় আঁকি
জামার গায়
সে জামা হলুদ ভোরে
তোমারই কপোল জুড়ে
ঠোঁটের অনতিদূরে
রোদ পোহায়
Khuje pawa ek shite
Hariyechi panshite
Lekha raat Parsi te
Tomar gaye
Ghum bhanga aalpine
Nabalok raat dine
Byathara tomay chine
Poth haray