Jibono Moroner Simana Charaye Lyrics
- Song: Jibono Moroner
- Original Singer: Rabindranath Thakur
- Music, Lyrics: Rabindranath Tagore
- Covered By: Piya Chakraborty
Jibono Moroner Simana Charaye song is sung, composed & written by Rabindranath Tagore. This song is covered by Piya Chakraborty. Jibono Moroner Lyrics. Jibono Moroner Simana Lyrics. Lyrics of jibono moroner simana charaye. Jibono moroner Rabindra Sangeet Lyrics. Jibon moroner simana lyrics.
জীবন মরণের সীমানা ছাড়ায়ে গানটি গেয়েছেন, লিখেছেন ও তৈরী করেছেন নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি কভার করেছেন পিয়া চক্রবর্তী। জীবন মরণের সীমানা ছাড়ায়ে গানের কথা।
Jibono Moroner Simana Charaye Lyrics in Bengali:
জীবন মরণের সীমানা ছাড়ায়ে
বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে
জীবন মরণের
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে
জীবন মরণের
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার কেশভার দিয়েছে বিছায়ে
আজি এ কোন গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নামিয়া
ভুবন মিলে যায় সুরের রণনে
গানের বেদনায় যাই যে হারায়ে
জীবন মরণের সীমানা ছাড়ায়ে লিরিক্স:
Jibono Moroner Simana Charaye
Bondhu hey amar royechho daraye
Jibono moroner
E more hridoyer bijono akashe
Tomar mohason aalote dhaka sey
Gobhiro ki ashay nibiro puloke
Taharo pane chai du bahu baraye
Jibono Moroner