Song: Bohudur (বহুদূর)
Vocal, Music & Lyrics: Rishi Panda
Bohudur Song is sung, composed & written by Rishi Panda. Bohudur Song Lyrics. Bohudur Lyrics Rishi Panda.
বহুদূর গানটি গেয়েছেন ঋষি পান্ডা। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। বহুদূর গানের কথা।
নীল আকাশে সাদা মেঘের দল
ছিল নিচে ছোট তার মফঃস্বল
লাল নীল জানালায় হাসির ভিড়
চেনা রাস্তায় হেঁটে চলে যেত
বহুদূর... বহুদূর...
মাঠের ধারের সেই ভাঙা ঘর
সে জলের মাঝে ছোড়া নুড়িপাথর
সন্ধ্যের জোনাকিরা আলো দিলেই
লাল আকাশে পাখিরা উড়ে যেত
বহুদূর... বহুদূর...
নিজের মনের মতো গাইতো গান
নদীর বাঁকে গিয়ে খুঁজতো ফুল
ধুলোমাখা গা ঝেড়ে বারান্দায়
শীতের রোদে দৌড়তো স্কুল
বন্ধুরা জড়ো হলে মাঠের গায়ে
নানা রঙে ঘুড়ি উড়তো হাওয়ায়
কত কল্পনা হতো আবিষ্কার
পাতাভরা গাছের ছায়ায়
আজ ক্লান্ত শরীর নিয়ে ব্যস্ততায়
নিজেকে ভিড়ের মাঝে খুঁজে বেড়ায়
পিঠের ব্যাগের বোঝা বাড়ছে তাই
সে পুড়নো গল্প পড়ে থাকে
বহুদূর... বহুদূর...
Neel akashe saada megher dol
Chhilo niche chhoto tar mofoshwol
Laal neel janalay hasir bhir
Chena rastay hente chole jeto
Bohudur... Bohudur...