Bhalobeshe Je Bhule Jay Lyrics
- Song: Bhalobeshe Je Bhule Jay
- Singers: Imran Mahmudul, Puja
- Music: MMP Rony
- Tune: Muhammad Milon
- Lyricist: Mehedi Hasan Limon
- Cast: Ashfaq Rana, Sallha Khanam Nadia
- Label: Dhruba Music Station
Bhalobeshe Je Bhule Jay song is sung by Imran Mahmudul & Puja. Music composed by MMP Rony. Lyrics written by Mehedi Hasan Limon. Bhalobeshe Je Bhule Jay Song Lyrics. Bhalobese je bhule jay lyrics. Bhalobeshe je vule jay lyrics. Valobese je bhule jai lyrics.
ভালোবেসে যে ভুলে যায় গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও পূজা। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান। ভালোবেসে যে ভুলে যায় গানের কথা।
Bhalobeshe Je Bhule Jay Lyrics in Bengali:
ভেবোনা ভালো থাকবে
তুমি আমাকে ছেড়ে
কী হারালে, কী পেলে
বুঝবে ঠিকই পরে
সেদিন খুঁজবে, হয়তো কাঁদবে
আমাকে ফিরে আর পাবে না
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না
চলে গেলে ঠিকই ভুলে
একবার কি দেখেছ ভেবে
আমার মতো এত বেশি
ভালোবাসা কে তোমায় দেবে
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না
কত তারিখ চলে গেল
ক্যালেন্ডার হিসেব জানে না
ফিরবে বলে আশায় থাকি
তোমার আর ফেরা হল না
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না
ভালোবেসে যে ভুলে যায় লিরিক্স:
Bhebona valo thakbe
Tumi amake chhere
Ki harale, ki pele
Bujhbe thiki pore
Sedin khunjbe, hoyto kandbe
Amake phire aar pabe na
Bhalobeshe je bhule jay
Se toh bhalobase na