Amar Klanto Bikel Lyrics

Amar Klanto Bikel Lyrics

Song: Amar Klanto Bikel (আমার ক্লান্ত বিকেল)
Web Series: Bodmaish Polapain
Tune, Vocal, Lyrics: Rayhan Islam Shuvro
Music: Salman Jaim

Amar Klanto Bikel Song is from the web series "Bodmaish Polapain". This song is sung & written by Rayhan Islam Shuvro. Music composed by Salman Jaim. Amar Klanto Bikel Song Lyrics. Amar Klanto Bikel Song Lyrics From Bodmaish Polapain.

আমার ক্লান্ত বিকেল গানটি হল "বদমাইশ পোলাপাইন" ওয়েবসিরিজের গান। গানটি গেয়েছেন রেহান ইসলাম শুভ্র। আমার ক্লান্ত বিকেল গানের কথা।

Amar Klanto Bikel Song Lyrics in Bengali:


আমার এ ক্লান্ত বিকেল
বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ
হেঁটেছি গন্তব্যহীন
চেনা এ শহরের গলি

তোদের মাঝে যখন থাকি আমি
পৃথিবী তখন‌‌‌ আপন লাগে
তোরা ভুলে যাস না কখনো
আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো

চির চেনা শহরের প্রতিটি দেওয়ালে
বুক চাপা অভিমান
তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে
বেঁচে থাকার গান

খুব বেশী না বোঝা আমার জীবনে
কিছু বন্ধু নিয়ে
রাতের পরে দিন, দিনের পরে রাত
এই অভিযান

সন্ধ্যা নামার আগে
ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তাড়া
আমার শহুরে জীবনের গল্প লেখে যারা
তোদের বলি

আমার এ ক্লান্ত বিকেল
বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ
হেঁটেছি গন্তব্যহীন
চেনা এ শহরের গলি

তোদের মাঝে যখন থাকি আমি
পৃথিবী তখন‌‌‌ আপন লাগে
তোরা ভুলে যাস না কখনো
আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো

আমাদের ক্লান্ত বিকেল লিরিক্স:


Amar Klanto Bikel
Buke hawa lagiye hata koto ta poth
Hetechi gontobyo hin
Chena e shohorer goli

Toder majhe jokhon thaki ami
Prithibi tokhon apon lage
Tora bhule jasna kokhono
Amader bondhutwa rongin kono ghurir moto
326404665953066090

TRENDING NOW

326404665953066090