Song: Adure Din (আদুরে দিন)
Movie: Sweater
Singer: Ranajoy Bhattacharjee
Music: Ranajoy Bhattacharjee
Lyricist: Tamoghna Chatterjee
Adure Din Song is from the movie Sweater. This song is sung & composed by Ranajoy Bhattacharjee. Lyrics written by Tamoghna. Adure Din Lyrics. Tumi hoyto bohudur lyrics. Tumi hoyto bohudur song lyrics. Adure Din Lyrics Bangla. Adure Din Full Song Lyrics.
আদুরে দিন গানটি হল "সোয়েটার" সিনেমার গান। গানটি গেয়েছেন রনজয় ভট্টাচার্য। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন তমঘ্না। আদুরে দিন গানের কথা।
তুমি হয়তো বহুদূর
তবু তোমার কথার সুর
দেখো বাজছে আমার বেসুরো জীবনে
তুমি কোথায় নিরুদ্দেশ
তবু তোমায় ছোঁয়ার রেশ
আমার একলা জীবন মুহূর্তরা জানে
আজ রাত্রি যখন আসে
এই জীবন খানিক হাসে
বলে পারলিনা তো ছুঁতে তুই আরেকটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি
বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দুচোখ জুড়ে সেই আদুরে দিন
আহা আহা আহা...
লালা লা লা লালা...
ফিরে ফিরে আসে ঢেউ
ছায়ারাও হচ্ছে বড়
ঝিনুকের মতো দিন
কুড়িয়েও দেখতে পারো
এ ঘরের গভীরে
নোনা ধরা শরীরে
একমুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি
এই মেঘলা মনের গান
আমার বড্ড অভিমান
তাকে ঘুম পাড়াবো, স্বপ্ন আসবে বলে
ছেঁড়া ছেঁড়া রাত দিন
পিয়ানোর সাদা কালো
বেহিসেবী আঙ্গুলে, সংসারী সুর তোলো
খুব চেনা সেই সুর
ভেজা ভেজা রোদ্দুর
দুচোখে হ্যামলিন হয়ে রাতদিন খেলা করে
কবে কোথায় তার শেষ
আমার ভাবতে লাগে বেশ
আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে
আজ রাত্রি যখন আসে
এই জীবন খানিক হাসে
বলে পারলিনা তো ছুঁতে তুই আরেকটা দিন
আজও স্বপ্নে তোমায় খুঁজি
বড় আশায় চোখ বুজি
ভাবি নামবে দুচোখ জুড়ে সেই আদুরে দিন
Tumi hoyto bohudur
Tobu tomar kothar sur
Dekho bajche amar besuro jibone
Tumi kothay niruddesh
Tobu tomay chowar resh
Amar ekla jibon muhurto ra jane
Aaj ratri jokhon ashe
Ei jibon khanik hasey
Bole parlina toh chhute tui arekta din