Vetorta Jalay Gela Lyrics


Vetorta Jalay Gela Lyrics by Samz Vai

Song : Vetorta Jalay Gela
Vocal, Tune , Lyrics : Samz Vai
Music : Tanzil Hasan 
Story & Directed by : Eagle Team
DOP : Polin Zahid
Label : Eagle Music

Vetorta Jalay Gela song is sung by samz vai. The lyrics was written by Samz Vai. Directed by Eagle Team . Starring : Tarek Tanz and Kashfia Munni. Bhetorta Jalay Gela Lyrics. Vetorta Jalay Gela Lyrics .

Vetorta Jalay Gela Lyrics in Bengali:


তুমি নামে কেউ ডাকে না
তুমি নামে কেউ ডাকে না,
তুমি নামে কেউ ডাকে না
তুমি নামে চিঠি আসে না ।

এখনতো মাঝ রাতে ঘুমের ঘোরে
আমিও তো চমকে যাই,
এক গ্লাস স্বপ্ন ভাঙ্গা হাতে নিয়ে
আমি ডুব জলে সাঁতরে বেড়াই ।

আমার ভেতরটা জ্বালায় গেলা 
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না ।
কলিজাতেও দাগ লাগাইলাম
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা 
আমার তোমার নেশাই কাটে না ।

আমার এত স্বাদের জীবন এখন
আঁধারো অতলে,
যে স্বপ্ন আমি সাজাইছি
এখন কার দখলে ?

কাটছে প্রহর, ব্যথার নগর
ডাকছে যে আমারে,
তুমি ছাড়া মনের অসুখ
কে সারাইতে পারে ?

আমার ভেতরটা জ্বালায় গেলা 
মনতো তুমি দিলান,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম
তুমি বন্ধু ভালো না ।
কলিজাতেও দাগ লাগাইলাম
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা 
আমার তোমার নেশাই কাটে না ।

যা আছে সব দিলাম তোমায়
আর ছিলনা বাকি,
তবুও ক্যান মায়া লাগাইয়া 
দিলা আমায় ফাঁকি ?

শত ভিড়ে তোর আদরে
গন্ধ মাখিয়া,
যায় চলে যায় দিন কি করে 
দেখনা আসিয়া ।

ভেতরটা জ্বালায় গেলা লিরিক্স :

Tumi name keo dake na
Tumi name chithi ase na
Amar vetorta Jalay Gela
Monto tumi dilana
326404665953066090

TRENDING NOW

326404665953066090