Sonar Kathi Lyrics

Sonar Kathi Song Lyrics By Taalpatar Shepai

Song: Sonar Kathi (সোনার কাঠি)
Singer: Pritam Das
Composer: Pritam Das
Lyricist: Kritee Roy
Cast: James Suraj Barwa, Coretta Sangma
Performed by: Taalpatar Shepai


Sonar Kathi Song is sung & composed by Pritam Das. This song is performed by Taalpatar Shepai. Lyrics written by Kritee Roy. James Suraj Barwa & Coretta Sangma were seen playing lead characters in this music video. Sonar Kathi Lyrics. Sonar Kathi Song Lyrics. Sonar Kathi Song Lyrics By Pritam Das.

সোনার কাঠি গানটি গেয়েছেন প্রীতম দাস। তিনি নিজেই গানটির সুরকার। গানটি পারফর্ম করেছে বাংলা ব্যান্ড "তালপাতার সেপাই"। গানটির কথা লিখেছেন কৃতী রায়। সোনার কাঠি গানের কথা।

Sonar Kathi Song Lyrics in Bengali:


আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে

আমি সোনার কাঠির ঠিকানা কি জানি
তোমার আঙুল ছুঁতেই হঠাৎ শিরশিরানি
লা লা লা

আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর
আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
যেন ভালোবাসা নিজেই রূপকথা

লা লা লা

আমি শীতের দুপুরে খুঁজেছি অলীক ডানা
তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা
আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে
আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে

তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো
জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
তোমার হাতের মুঠোয় স্পর্শকাতর দাগ

লা লা লা

সোনার কাঠি লিরিক্স:


Aaj tumi ami bhabchi ghure phire
Shokhochiler basa boro dure

Ami sonar kathir thikana ki jani
Tomar angul chutey hotat shirshirani
La la la

Amar kabye tobu mishe polatoker sur
Ami tomar sathe chutechi ochinpur
Phele bastoberi ogochalo byatha
Jeno valobasa nijei rupkotha
326404665953066090

TRENDING NOW

326404665953066090