Putki Vai Song Lyrics

Putki Vai Song Lyrics

Song: Putki Vai (পুটকি ভাই)
Webseries: Rest In Prem
Singers/Rap: Arob Dey & Indraneel Chatterjee
Composers: Indraneel Chatterjee & Arob
Lyricist: Arob Dey
Cast: Dipangshu Acharya, Arob, Indraneel, Arijit, Amrita, Jannat Khan, Tania, Shinjini

Putki Vai song is sung by Arob Dey. He wrote the lyrics. Music composed by Arob & Indraneel. Putki vai song is from the webseries "Rest in Prem (প্রেম)". Putki vai lyrics. Putki vai song lyrics from rest in prem. Putki bhai song lyrics.

পুটকি ভাই গানটি "রেস্ট ইন প্রেম" ওয়েব সিরিজের গান। গানটি গেয়েছেন আরব। তিনি নিজেই গানটির কথা লিখেছেন। পুটকি ভাই গানের কথা।

Putki Vai Song Lyrics in Bengali:


গাঁজা আমার ভালোবাসা
গাঁজা আমার ঘর
বুকের মাঝে ভোলেবাবা
বাকি সব পর

পেটের ভেতর খিদে আছে
চোখে আছে লাল
মাথার ভেতর ডিস্কো নাচে
জটা মহাকাল

এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর
এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর

উচ্চমাধ্যমিকে তিনবার ফেল
দেশি মদ দিয়ে তাই করি গারগেল

চোখ থাকে ঢুলুঢুলু
লিভার থাকে চাপে
সামনে বছর খেলতে যাব
মাতাল বিশ্বকাপে

এই পুটকি ভাই, একটু মদ ঢাল
একটু গিলে মেটে বানিয়ে দে ঝাল ঝাল

যখনই তোমাকে দেখেছি
তখনই ভালো লেগেছে
তোমাকে প্রোপোজ করেছি
তুমি থাবড়া মেরেছো গালে

লজ্জা লেগেছে হেভি
তুমি ছিলে mah baby
যেন স্বর্গীয় শ্রীদেবী
আমি অনিল কাপুর বালের

লাভ নেই, সেক্স নেই
ধোকা নেই, ছ্যাঁকা নেই
তবুও যা কিছু আছে
পুটকি তা নিয়ে বাঁচে

ছিলাম আছে, ফোঁকা আছে
প্ল্যাস্টিক শোঁকা আছে
কেউটের খোকা আছে
যমরাজ কাকা আছে

পুটকি ভাই একটু ব্রেক দে
মদ দিস না, মিল্কশেক দে
এই পুটকি ভাই একটু ব্রেক নে
মদ নিস না, মিল্কশেক নে

বডি আমার শুকিয়ে গেছে
কাঠি চেহারা
পালকি চড়ে শ্মশান যাবো
ডাকো বেহারা

হু হুম না
হু হুম না...

চুকিয়ে দেবো হিসেব নিকেশ
জীবনের খাতায়
ল্যাংটো হয়ে নাচতে নাচতে
জ্বলবো যে চিতায়

রাম নাম সত্য হে
রাম নাম সত্য হে

এই পুটকি ভাই তুই পুড়ে যা
স্বর্গের পরী হয়ে উড়ে যা
এই পুটকি ভাই, টাটা বাই বাই
প্ল্যানচেটে মাঝে মাঝে আসা চায়

এই পুটকি ভাই তুই হেভেনে
কিভাবে মজা করবি ভেবে নে
এই পুটকি ভাই একটু নেচে নে
গন্ধ জাঙ্গিয়া টা কেচে নে

এই সাবান ভাই একটু ডান্স মার
একটু কুঁচকি ঘষে ফ্যানা ঝাড়
এই পুটকি ভাই একটু রাম দে
একটু ঘাড় ফাড় টিপে আরাম দে

এই পুটকি ভাই একটু চিল মার
বাবুদের মৌচাকে ঢিল মার
এই পুটকি ভাই একটু রোল কর
একটা দামড়া খাসির ঝোল কর

এই পুটকি ভাই, একটা রোল কর
লইট্টা মাছের ঝোল কর
এই পুটকি ভাই
পুটকি ভাই

পুটকি ভাই লিরিক্স:


Ganja amar valobasha
Ganja amar ghor
Buker majhe volebaba
Baki sob por

Peter bhetor khide ache
Chokhe ache laal
Mathar bhetor disco nache
Jota mahakal

Ei putki vai ekta roll kor
Aar loita macher jhol kor
326404665953066090

TRENDING NOW

326404665953066090