Song: Mamata Di Arekbar (মমতা দি আরেকবার)
Slogan: TMC Party
Mamata Di Arekbar song is used by the political party Trinamool Congress. This slogan is very famous among the TMC party workers. Mamata Di Arekbar song lyrics. Momota Di Arekbar Lyrics. Mamata Di Arekbar Song. Momota Di Arekbar Song Lyrics. Mamata Di Arekbar Theme Song Lyrics. Mamata Di Arekbar Slogan. This song is dedicated to the chief Minister of West Bengal, Mamata Banerjee & her political party. Mamatadi arekbar lyrics.
মমতা দি আরেকবার গানটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের থিম সঙ্গীত। এটা রাজনৈতিক স্লোগান হিসেবেও ব্যবহার হয়। মমতা দি আরেকবার গানের কথা।
আরে এই রাজ্যে দিদির রাজ
পিঁপড়ের ডিম অতীত আজ
মাওবাদীরা ছারখার
মমতা দি আরেকবার
আরে রক্ত ভাত খাচ্ছে মা
এই দৃশ্য আর না
খাদ্যসাথীর ভাত পায়
দিদিমনি তোমায় চায়
কোচবিহার থেকে কাঁথি
দুই চাকাতে সবুজ সাথী
চাইনা মোদের বুলেট কার
মমতা দি আরেকবার
আরে ভোঁতা হল ষাঁড়ের শিং
শান্ত হল দার্জিলিং
পালিয়ে মরে বিমল ভাই
দিদিমনি তোমায় চায়
আর লোক প্রসারেও দিদির কাম
শিল্পী পাচ্ছে তাদের দাম
স্বপ্ন হল সত্যি তাই
দিদিমনি তোমায় চায়
আরে ধুঁকছিল যে বুড়ো দাদু
ন্যায্য মূল্যে এ কোন জাদু
সুস্হ দাদু একশো পার
মমতা দি আরেকবার
আরে ফ্রি চিকিৎসা, ফ্রিতে বেড
হাসপাতাল নিউলি মেড
রোগ হচ্ছে, চিন্তা নাই
দিদিমনি তোমায় চায়
আরে রাস্তা আলো, খাওয়ার জল
মোড়ে মোড়ে বসছে কল
তিরিশ বছর মানলো হার
মমতা দি আরেকবার
আরে বাপেরা আর দেয়না বিয়ে
কন্যাশ্রীর টাকা নিয়ে
পড়ছে কন্যা, বলছে তাই
দিদিমনি তোমায় চায়
আরে স্কুলে যেত খালি গায়ে
জুতো মোজা তাদের পায়ে
শিশুর হাসি শক্তিদার
মমতা দি আরেকবার
আরে দিঘা গেলে দেখতে পাবে
সাজলো কেমন দারুন ভাবে
বলছি ওগো বলছি তাই
দিদিমনি তোমায় চায়
আরে পাশবুকেতে ছাপলো লেখা
পনেরো লাখ না পায় দেখা
কন্যাশ্রীর পঁচিশ হাজার
মমতা দি আরেকবার
আরে জঙ্গলেতে পায়না লাশ
খাদ্য স্বাস্থ্য বাসস্থান
হাসছি মোরা, বলছি তাই
মমতা দি তোমায় চায়
আরে সবুজ শহর ইকোপার্ক
বিরোধীরা করছে বাক
এসি বাস, ফ্লাইওভার
মমতা দি আরেকবার
আরে ঘর পাচ্ছে গরীব লোক
উন্নয়ন এমন হোক
হিংসা কিসের তোদের ভাই
দিদিমনি তোমায় চায়
আরে জমির খাজনা, জলের কর
সবার জন্য দিলেন ঘর
এমন কাজে হিংসে কার
মমতা দি আরেকবার
আরে লাল পার্টিরা ধোঁকাবাজ
মোদীর পার্টি চিটিংবাজ
সুখ দুঃখের হিস্সেদার
মমতা দি আরেকবার
Aare ei rajjye didir raaj
Pinprer dim otit aaj
Maobadira chhar khar
Mamata Di Arekbar
Arre rokto bhaat khachhe maa
Ei drishyo aar na
Khadyo sathir bhaat paaye
Didimoni tomay chay
Coachbihar theke kanthi
Dui chaka te sobuj sathi
Chaina moder bullet car
Mamata Di Arekbar