Song: Koto Onurag (কত অনুরাগ)
Vocals: Rupak Tiary, Arjama B
Composer: Rupak Tiary
Lyricist: Manik Bera
Koto Onurag Song is sung by Rupak Tiary & Arjama B. Music composed by Rupak. Lyrics written by Manik Bera. Koto Onurag Lyrics. Koto Onurag Song Lyrics. Koto Onurag Song Lyrics By Rupak Tiary.
"কত অনুরাগ" গানটি গেয়েছেন রূপক তিওয়ারি ও আরজমা। গানটির সুরকার হলেন রূপক। কত অনুরাগ গানের কথা।
ছুঁয়ে গেছে মন কত অনুরাগ
শ্রাবণ বৃষ্টি ধারায়
ধুয়ে মুছে ব্যথা গুলো বাছার
অন্য ঠিকানায়
ঘর সাজাবার স্বপ্ন দেখি
একা বসে আঙ্গিনায়
দুপুর গড়ায়, সন্ধ্যা নামে
অজানা বেদনায়
মেঘে মেঘে ছেয়ে গেছে
নীল নীলাকাশ
মনের ভাঁজে ছুঁয়ে যায়
দখিনা বাতাস
উঁকি দেয় ফালি চাঁদ
অসময়ী আলো, খোলা জানালায়
কত অনুরাগ শ্রাবণ বৃষ্টি ধারায়
রামধনু সাত রঙের
এঁকে দিল কত ছবি
আমার আকাশ জুড়ে
আমার আকাশ জুড়ে
কথাগুলি গান হয়ে বেজে গেল
এক অচেনা সুরে
এক অচেনা সুরে...
বেলা শেষে দেখা পাই
অসময়ী আলো খোলা জানালায়
জলমাখা রোদ গায়ে হেঁটে যায়
তোমার ঠিকানায়
Chuye geche mon koto onurag
Shrabono brishti dharay
Dhuye muchhe byatha gulo baachar
Onnyo thikanay
Ghawr sajabar swopno dekhi
Eka bose anginay
Dupur goray, sondhya namey
Ojana bedonay