Kobe Dekha Pabo Tor Lyrics (কবে দেখা পাবো তোর) Shovan Ganguly | Tumi Ashbe Bole
Song: Kabe Dekha Pabo Tor (কবে দেখা পাবো তোর)
Movie: Tumi Ashbe Bole
Singer: Shovan Ganguly
Music: Jeet Gannguli
Lyricist: Priyo Chattopadhyay
Cast: Bonny Sengupta, Koushani Mukherjee
Kabe Dekha Pabo Tor song is from the movie "Tumi Ashbe Bole". This song is sung by Shovan Ganguly. Music composed by Jeet Gannguli. Lyrics written by Priyo Chattopadhyay. Kabe Dekha Pabo Tor Song Lyrics. Kabe Dekha Pabo Tor Lyrics From Tumi Ashbe Bole. Kobe Dekha Pabo Tor Lyrics. Kobe Dekha Pabo Tor Song Lyrics.
কবে দেখা পাবো তোর গানটি হল "তুমি আসবে বলে" সিনেমার গান। গানটি গেয়েছেন শোভন গাঙ্গুলী। গানটির সুরকার হলেন জিৎ গাঙ্গুলি। গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কবে দেখা পাবো তোর গানের কথা।
কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে
কবে দেখা পাবো তোর
নেই কোনো উত্তর
কিছু প্রশ্ন যে চাই জানাতে
কেন ভাঙলি এ মন
ভাবি কী যে কারণ
আমি পারবো কি তোকে মানাতে
ব্যথায় যখন জীবন জুড়ে
কী আর পাবো হৃদয় খুঁড়ে
এ মন তবু ঘুরেফিরে
ব্যথায় শুধু খুঁজে ফেরে
কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে
কিছু কথা থেকে যায়
ব্যথা দাগ রেখে যায়
অবুঝ মনেরই কিনারায়
কিছু পথ সরে যায়
না চেয়েও দূরে যায়
হারায় ভুলেরই ঠিকানায়
মুছে দাও অভিমান
ডেকে যায় পিছুটান
আমি পারবো কি তোকে জানাতে
ব্যথায় যখন জীবন জুড়ে
কী আর পাবো হৃদয় খুঁড়ে
এ মন তবু ঘুরেফিরে
ব্যথায় শুধু খুঁজে ফেরে
কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে
Koto path holey par
Ei mon pakhi tar
Roud lagbe veja danate
Kabe dekha pabo tor
Nei kono uttor
Kichu proshno je chai janate
Keno bhangli ei mon
Bhabi ki je karon
Ami parbo ki toke manate
Byathai jokhon jibon jure
Ki arr pabo hridoy khure
E mon tobu ghure phire
Byathai shudhu khunje phere