Song: Ishita (ঈশিতা)
Vocal: Rishi Panda
Music, Illustration, Animation: Rishi Panda
Lyricist: Shreyam Acharya
Ishita Song is sung & composed by Rishi Panda. The illustrations & animations were made by him. Lyrics written by Shreyam. Ishita Lyrics. Ishita Song Lyrics Rishi Panda. Ishita Lyrics Rishi Panda
ঈশিতা গানটি গেয়েছেন ঋষি পান্ডা। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। গানটির কথা লিখেছেন শ্রেয়ম। ঈশিতা গানের কথা।
শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর
আমি আছি ঝরা পাতায় নতুন খাতায় মলাট হয়ে
গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলে না
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলে না
কথা-দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা, লাল শাড়ি, স্কুল ছুটির ঈশিতা
আনমোনা রাগ, ভীষণ মন কেমন ঈশিতা
প্রেমেরই মানে বই থেকে, বয়েছে উদাসী হাওয়া
বিকেলে ক্লাসের অজুহাত, ঠোঁটে প্রহর গোনা
থামবেনা কোনো স্টেশনেই, সেই ট্রেনে হারিয়ে যাওয়া
পরিযায়ী আর্দ্র মেঘেদের মতো গল্প বোনা
আমি ভবঘুরে - জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?
গান লিখতে ইচ্ছে করে, ছন্দ মেলে না
লাস্ট বেঞ্চে বসি বলে, আমি মন্দ ছেলে না
কথা-দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার
চুল খোলা, লাল শাড়ি, স্কুল ছুটির ঈশিতা
আনমোনা রাগ, ভীষণ মন কেমন ঈশিতা
Shohor tram er shobde shone metho sur
Nodir chokher jolei nona somuddur
Ami achhi jhora patay notun khatay molat hoye
Gaan likhte ichchhe kore, chhondo mele na
Last bench a bosi bole, ami mondo chhele na
Kawtha dilam kawtha rakhar
Mon diye mon harabar
Chul khola, laal saree, school chhutir Ishita
Anmona raag, bhison mon kemon Ishita