Song: Chupi Chupi (চুপি চুপি)
Singer: Habib Wahid
Music: Habib Wahid
Lyricist: Mir Shariful Karim Srabon
Chupi Chupi song is sung & composed by Habib Wahid. Lyrics written by Mir Shariful Karim Srabon. Chupi Chupi Song Lyrics By Habib Wahid. Chupi Chupi Lyrics Habib Wahid.
চুপি চুপি গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। তিনি নিজেই গানটির সুর তৈরী করেছেন। চুপি চুপি গানের কথা।
চুপি চুপি তুমি কাছে ডাকো এমন
আমি ছুটে আসি তোমার কাছে তখন
দেখো আকাশ পানে, মেঘেরা সাজে
ঝিরিঝিরি হাওয়া যে ডাকে
শোনো, পাখিগুলো ডেকে যায়
কী জানি কী বলে যায়
সেই সুর কানে কি বাজে
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো
দিনগুলো হেসে যায়
কার যেন ইশারায়
তুমি যে আমার এমনই আপন
ধীরে ধীরে তুমি জাদু করো এমন
ও ঘুম চুরি করে রয়েছো জুড়ে স্বপন
দেখো সাগর পাড়ে ঢেউ যে নাচে
ঝোড়ো ঝোড়ো হাওয়া যে বহে
শোনো, ভালোবাসা ডেকে যায়
কী মায়ায় ছুঁয়ে যায়
সে মায়া প্রাণে কী লাগে
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো
দিনগুলো হেসে যায়
কার যেন ইশারায়
তুমি যে আমার এমনই আপন
Chupi chupi tumi kache dako emon
Ami chhute asi tomar kache tokhon
Dekho akash pane, meghera saje
Jhiri jhiri hawa je dake
Shono, pakhi gulo deke jay
Ki jani ki bole jay
Sei sur kane ki baje
Tumi e mone jelecho aalo
E jibon lage je valo
Din gulo hesey jay
Kar jeno isharay
Tumi je amar emoni apon