Chhatim Phul Lyrics By Samantak
Song: Chhatim Phul (ছাতিম ফুল)
Vocal: Samantak Sinha
Lyricist: Sahana Bajpaie
Composer: Samantak Sinha
Chhatim Phul song is sung & composed by Samantak Sinha. Lyrics written by Sahana Bajpaie. Chhatim Phul Lyrics. Chhatim Phul Song Lyrics in Bengali. Chhatim Phul Song By Samantak. Chhatim Phul Song.
ছাতিম ফুল গানটি গেয়েছেন স্যমন্তক সিনহা। গানটির সুরকার হলেন তিনি নিজেই। সাহানা বাজপেয়ী গানটির কথা লিখেছেন। ছাতিম ফুল গানের কথা।
Chhatim Phul Lyrics in Bengali:
তোমার দিকে হেঁটে যাওয়ার
রাস্তা জোড়া ছাতিম ফুল
আরাম রোদের বিকেল এলায়
ঠিক যেন কার মনের ভুল
নিছক কিছু আদর-আশা
হেমন্তে, কোন বসন্তে
আঙ্গুল-ডোবা প্রেম পোড়ানো
পূর্ণ-শশী কার্ণিশে
আমার কিছু কুড়িয়ে পাওয়া
মনখারাপের ঘাসের দিন
তোমার পায়ে লুটিয়ে পড়ে
জ্যোৎস্না-ক্ষত বিরামহীন
ছাতিম ফুলের গন্ধে মাতাল
যে রাস্তাটা তার বাঁকে
তারার টীপে সন্ধ্যে আকাশ
খুব নীরবে হাত রাখে
নিছক কিছু আদর-আশা
হেমন্তে, কোন বসন্তে
আঙ্গুল-ডোবা প্রেম পোড়ানো
পূর্ণ-শশী কার্ণিশে
ছাতিম ফুল লিরিক্স:
Tomar dike hente jawar
Rasta jora chhatim phul
Araam rouder bikel elay
Thik jeno kar moner bhul
Nichhok kichhu aador asha
Hemonte, kon bosonte
Angul doba prem porano
Purno shoshoi karnishe
Amar kichhu kuriye pawa
Mon kharaper ghaser din
Tomar paaye lutiye porey
Jyotsna khoto hiramhin