Pagol Pakhi Lyrics

    Pagol Pakhi Lyrics By Rahul Dutta

    Song: Pagol Pakhi (পাগল পাখি)
    Singer: Rahul Dutta
    Music: Gaurav Gupta
    Lyricist: Ritinkar Basu
    Back vocals: Sananda Bhoumick

    Pagol Pakhi song is sung by Rahul Dutta. Music composed by Gaurav Gupta. Lyrics written by Ritinkar Basu. Pagol Pakhi Lyrics. Pagol Pakhi Song Lyrics. Pagol Pakhi Lyrics By Rahul Dutta.

    পাগল পাখি গানটি গেয়েছেন রাহুল দত্ত। গানটির সুরকার হলেন গৌরব গুপ্ত। গানটির কথা লিখেছেন রিতিঙ্কর বসু। পাগল পাখি গানের কথা।

    Pagol Pakhi Song Lyrics in Bengali:


    আজীবন খোলা খাঁচায় পাখি আসে মিলনে
    শুধু মোরে শেকলখানা নাই - হায়, হায়
    কিভাবে রাখি তোরে ঘরজুড়ে গোপনে
    ছোঁয়াচে জ্বরে পুড়ে যায়

    বরষায় বন্যা এলে দুলে ওঠে এ তরী
    মাঝি তার হাল ছেড়ে দেয় - হায় হায়
    এ নদীর বুকে থেকে ইচ্ছে না হয় ঘরে ফিরি
    বানেতে দাঁড় টেনে নেয়
    অভাগার মন ভেঙে দেয়
    কী জ্বালায় ঘর ভেসে যায়

    তবু এমন জ্বালা বারেবারে চাই ও পাগল পাখি
    এমন ব্যাধি বারেবারে চাই

    তুমিহীন হাতরে বেড়াই
    ঘরেতে জল বেড়ে যায়
    ভেবে কি দেখেছ মন
    কিভাবে ইচ্ছেকে চাই

    এমন কথা সবাই বলে যায় - তারা গোপনে
    এমন ব্যথা সবাই পেতে চায়
    এমন জ্বালা বারেবারে চায় তারা হৃদয়ে
    এমন ব্যাধি শুধু আসে যায় - আর কে বাধা দেয়

    এভাবে দিনরাতের গল্প লেখা হয় শুরু
    কলমে বৃষ্টি এসে যায়, হায় হায়
    তুমি কি হারিয়ে যাবে, তাই আজ বেশ ভীরু
    খাঁচা যে বান ডেকে নেয়

    হাসি আর দৃষ্টি ফেলে কাছে টানো- ঘুম ঘোরে
    দরজা বন্ধ করি নাই, হায় হায়
    অবশেষে খাঁচা মোরে ভাঙবে না আর কোনদিন
    শুধু দোর উধাও হয়ে যায়

    এ খাঁচা জ্বলতে যে চায়
    এ খাঁচা সত্যি টা চায়

    এমন জ্বালা বারেবারে চাই ও পাগল পাখি
    এমন ব্যাধি বারেবারে চাই

    পাগল পাখি গানের লিরিক্স:


    Ajibon khola khachay pakhi ase milone
    Shudhu more shekolkhana nai - hay hay
    Kivabe rakhi tore ghor jure gopone
    Chonyache jwore pure jai

    Boroshay bonya ele dule othe e tori
    Majhi tar hal chere dey- hay hay
    E nodir buke theke ichche na hoy ghore phiri
    Banete danr tene ney
    Ovagar mon venge dey
    Ki jwalay ghor vese jay

    Tobu emon jwala barebare chai o pagol pakhi
    Emon byadhi barebare chai