Koto Kotha Bola Holo Na Priyo Lyrics (কত কথা বলা হলো না প্রিয়) Abhishek
Song: Koto Kotha Bola Holo Na Priyo
Singer: Abhishek Das
Composer & Lyricist: Abhishek Das
Cast: Unmesh Ganguly, Sneha Chatterjee
Koto Kotha Bola Holo Na Priyo Song is sung, composed & written by Abhishek Das. Unmesh Ganguly & Sneha Chatterjee were seen playing the lead characters in this music video. Koto Kotha Bola Holo Na Priyo Song. Koto Kotha Bola Holo Na Priyo Song Lyrics. Koto Kotha Bola Holona Priyo Lyrics.
কত কথা বলা হলো না প্রিয় গানটি গেয়েছেন অভিষেক দাস। তিনি নিজেই গানটির সুর করেছেন এবং গানটির কথা লিখেছেন। কত কথা বলা হলো না প্রিয় গানের কথা।
কত কথা বলা হলো না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার
আমার শহর জুড়ে কুয়াশা ঘুম
নীরবে জমা ব্যথার পাহাড়
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে
ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরি
জোনাকিরা আমায় ভালোবাসে
কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয়
কত সন্ধ্যের পথ অন্ধকার
হেঁটে চলি আজ সেই পথ ধরে
যে পথ আমার একার
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল
কথা দিয়ে ছিলে এক সুর বাঁধার
তারই খুঁজে যায় অন্তমিল
কত কথা বলা হলো না প্রিয়
কত সূর্যমুখীর মন ভার
আমার শহর জুড়ে কুয়াশা ঘুম
নীরবে জমা ব্যথার পাহাড়
Koto kotha bola holo na priyo
Koto surjomukhir mon bhar
Amar shohor jure kuasha ghum
Nirobe joma byathar pahar
Bhule jawa gaan er kolir moto somoy
Phire phire asey shishir veja ghase
Chhaya-poth hente roj eka bari phiri
Jonakira amay valobase
Koto poth hata baki royeche priyo
Koto sondhyer poth ondhokar
Hete choli aaj sei poth dhore
Je poth amar ekar