E Hawar Parapar Lyrics From Biye.com
Song: E Hawar Parapar (এ হাওয়ার পারাপার)
Movie: Biye.com
Singers: Raj Barman, Madhuraa Bhattacharya
Music: Dabbu
Lyricist: Rajiv Dutta
Cast: Bonny Sengupta, Koushani Mukherjee, Paayel
Sarkar, Joey Debroy
E Hawar Parapar song is from the movie "Biye.com". This song is sung by Raj Barman & Madhuraa Bhattacharya. Music composed by Dabbu. Lyrics written by Rajiv Dutta. E Hawar Parapar Lyrics. E Hawar Parapar Song Lyrics. E Hawar Parapar Lyrics Raj Barman.
এ হাওয়ার পারাপার গানটি "বিয়ে.কম" সিনেমাতে ব্যবহৃত হয়েছে। গানটি গেয়েছেন রাজ বর্মন এবং মধুরা। এ হাওয়ার পারাপার গানের কথা।
E Hawar Parapar Song Lyrics in Bengali:
কেন মনে জমানো
তোর কথা রাত জাগে
গল্প শোনায়
কেন তোকে এভাবে
চোখে হারায়, হাত বাড়ায়
এ দিন গোনায়
এ হাওয়ার পারাপার
জানে সব তোর আমার
মুড়ে রাখ, জুড়ে থাক
হয়ে আজ একাকার
এ হাওয়ার পারাপার
জানে সব তোর আমার
মুখোমুখি কথা বাকি
মন আড়ালে বেখায়াল
অভিমানী এই আমি টার
এ কী হাল
আয় রাজি হই ইচ্ছে চড়ুই
উড়ে যাক দূরের পাড়া, বেপাড়ায়
চুপিসারে রং ধরে
মন জোনাকির দু ডানায়
আজ ভিজে যায় এক হয়ে তাই
আঙিনায়
স্বপ্ন জাহাজ তোর দিকে আজ
যদি কূলকিনারা পায় না আমায়
এ হাওয়ার পারাপার
জানে সব তোর আমার
মুড়ে রাখ, জুড়ে থাক
হয়ে আজ একাকার
এ হাওয়ার পারাপার লিরিক্স:
Keno mone jomano
Tor kotha raat jage
Golpo shonay
Keno toke ebhabe
Chokhe haray, haat baray
E din gonay
E hawar parapar
Jane sob tor amar
Murey rakh, jurey thak
Hoye aaj ekakar