Chhonnochhara Mon Lyrics From Tansener Tanpura 2
Song: Chhonnochhara Mon
Webseries: Tansener Tanpura 2
Singers: Somlata Acharyya Chowdhury, Jimut Roy, Soham Chakraborty
Music: Joy Sarkar
Lyricist: Srijato
Starring: Vikram, Rupsha
Chhonnochhara Mon song is from the hoichoi originals "Tansener Tanpura 2". This song is sung by Somlata Acharyya Chowdhury, Jimut Roy, Soham Chakraborty. Music composed by Joy Sarkar. Lyrics written by Srijato. Chhonnochhara Mon Song Lyrics. Chonno chhara mon lyrics. Chhonnochhara Mon Lyrics.
ছন্নছাড়া মন গানটি "তানসেনের তানপুরা ২" এ ব্যবহৃত হয়েছে। গানটি গেয়েছেন সোমলতা আচার্য, যীমূত রায় এবং সোহম চক্রবর্তী। গানটির সুরকার হলেন জয় সরকার। গানের কথা লিখেছেন শ্রীজাত। ছন্নছাড়া মন গানের কথা।
Chhonnochhara Mon Song Lyrics in Bengali:
ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল
ইয়া মিটা দে
ইয়া বানা দে
জিনে কে কাবিল
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মনজিল
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল
কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না
মেঘে মেঘে তার ছোট পাড়াও যেন
ঘিরতে পারবে না
বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে
প্রেমিকারা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কী কাবিল
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মনজিল
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল
মলা...মলা...মলা
ছন্নছাড়া মন গানের লিরিক্স:
Bhalobese jodi dhore thako mutho
Chharte parbe na
Bhalobasa jodi diye thako taake
Karte parbe na
E shohore joto phool futechhe
Sob ekdin jhore jabe
Premikera tobi banda nachhor
Sey kabbyoi kore jabe
Ore chhonnochhara mon
Tor ki hoy kokhon
Tui ekla thak, ei mithye dak
Tor sarao dewa baron