Ami Tomar Kache Jabo Lyrics
Song: Ami Tomar Kache Jabo (আমি তোমার কাছে যাবো)
Music, Vocal, Lyrics: Minar Rahman
Cast: Sayeda Mehnaj Tarannum, Prantar Dastider
Ami Tomar Kache Jabo song is sung, composed & written by Minar Rahman. Ami Tomar Kache Jabo Song Lyrics. Ami Tomar Kache Jabo Lyrics By Minar Rahman. Ami Tomar Kache Jabo Song Lyrics Minar Rahman.
আমি তোমার কাছে যাবো গানটি গেয়েছেন মিনার রহমান। তিনি নিজেই গানটির সুর দিয়েছেন, গানটির কথাও লিখেছেন। আমি তোমার কাছে যাবো গানের কথা।
Ami Tomar Kache Jabo Song Lyrics in Bengali:
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো
কেউ বুঝতেও পারবে না
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
ঐ আকাশের কতটা তারা দূরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে
আমি তোমার সাথে যাবো
পিছুটান রবে না
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে
শুধু তোমায় ঘিরে রেখে
আর তো ঝরবো না
সেই পথে আর হাঁটতেও পারবো না
ওই চোখে চোখ রাখতেও পারবো না
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো
কেউ বুঝতেও পারবে না
আমি তোমার কাছে যাবো লিরিক্স:
Ami tomar kache jabo
Kew janteo parbe na
Ami tomar pashe robo
Keu bujhteo parbe na
Ami nijeke hariye
Kothay paliye
Ami tomar kache jabo
Kew bujhteo parbe na
Oi akasher koto ta tara dure
Chokh jurie koto ta fanush ure
Ami ke
Ami tomar sathe jabo
Pichutan robe na
Ami tomar pashe bose
Kono golpo bolbo na
Ami nirobe dariye
Jhum brishti hoye
Shudhu tomay ghire rekhe
Aar toh jhorbo na