Ami Cheye Cheye Dekhi Saradin Lyrics (আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন) Shyamal Mitra | Deya Neya
Song: Ami Cheye Cheye Dekhi Saradin
Movie: Deya Neya
Singer : Shyamal Mitra
Music Director : Shyamal Mitra
Lyricist : Gauri Prasanna Mazumder
Starcast : Uttam Kumar, Tanuja, Pahari Sanyal, kamal mitra, Tarun Kumar, Shyam Laha and many others
Ami Cheye Cheye Dekhi Saradin song is sung by Shyamal Mitra. This song is from Deya Neya movie. Music was directed by Shyamal Mitra. The lyrics was also written by Gauri Prasanna Mazumder. Ami Cheye Cheye Dekhi Saradin lyrics. Ami Cheye Cheye lyrics. Ami Cheye Cheye Dekhi Saradin uttam kumar. Ami Cheye Cheye Dekhi Saradin deya neya lyrics.
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন গানটি শ্যামল মিত্র গেয়েছিলেন। গানটি "দেয়া নেয়া" সিনেমার গান। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন গানের কথা।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ঐ চোখে সাগরেরও নীল
আমি তাই কি গান গাই কি
বুঝি মনে মনে হয়ে গেল মিল (×2)
করবীতে ঐ ঝরো ঝরো কনক চাঁপা
না বলা কথায় থর থর অধর কাঁপা (×2)
তাই কি আকাশ হল আজ
আলোয় আলোয় ঝিলমিল
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ঐ চোখে সাগরেরও নীল
আমি তাই কি গান গাই কি
বুঝি মনে মনে হয়ে গেল মিল
এই যেনো নয়গো প্রথম
তোমায় যে কত দেখেছি
স্বপ্নেরও তুলি দিয়ে তাই
তোমার সে ছবি এঁকেছি
মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা
যেনো এ হৃদয় রামধনু খুশিতে মাখা
তাই কি গানের সুরে আজ
ভরে আমার রিনিকিনি
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ঐ চোখে সাগরেরও নীল
আমি তাই কি গান গাই কি
বুঝি মনে মনে হয়ে গেল মিল (×2)
Ami cheye cheye dekhi saaradin
Aaj oi chokhe sagorero nil
Ami tai ki gan gai ki
Bujhi monr mone hoye gelo mil ( ×2)
Korobite oi jhoro jhoro konok chapa
Na bola kothai thoro thoro odhoro kapa
Tai ki akash holo aaj
Aloy aloy jhilmil