Tumi Khushi To Lyrics

Tumi Khushi To Lyrics

  • Song: Tumi Khushi To
  • Singer: Rupak Tiary
  • Composition & Lyrics: Rishi Panda

Tumi Khushi To song is sung by Rupak Tiary. Music composed by Rishi Panda. He also wrote the lyrics. Tumi khushi to song lyrics. Tumi Khushi To song. Tumi khusi to lyrics. Tumi Khushi To song by Rupak Tiary.

Tumi Khushi To Song Lyrics in Bengali:


রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার
স্বপ্নগুলোয় আসছো তুমি
বোঝনা আসার কী দরকার

হারিয়ে যাওয়া রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে
কানের দুলে, রুক্ষ চুলে হাত বোলালেও
দেখব না তো আর

কি, তুমি খুশি তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো
কি, তুমি খুশি তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো

এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম না একসাথে
মানতাম না নিজেদের বারন

আজ একলা এ আকাশে
ঝড় উঠছে চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষণ

খুব তুমি ভালো থেকো
শুধু নিজের ছবি এঁকো
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়

তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়

ভয় পেলে সামলে নিও
পেরিয়ো রাস্তা সাবধানে এবার

কি, তুমি খুশি তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো
কি, তুমি খুশি তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো

তুমি খুশি তো লিরিক্স:


Raat nemeche shohore amar
Ghum khujeche rasta palabar
Swopno guloy ascho tumi
Bojhona asar ki dorkar

Hariye jawa rastay pa rekhe
Onek durey amar kach theke
Kaner duley, rukkho chul e haat bolaleo
Dekhbo na to aar

Ki, tumi khushi to
Sob byapar ei ami tomar doshi to
Ki, tumi khusi to
So beparei ami tomar doshi to
326404665953066090

TRENDING NOW

326404665953066090