Sreebhumi Pujor Gaan Lyrics
Song: Pujo Elo Elo Pujo
Initiative: Sreebhumi Pujor Gaan
Singers: Abhijeet Bhattacharya, Dipanwita
Starring: Ankush Hazra, Oindrila Sen
Sreebhumi Pujor Gaan "pujo elo elo pujo" sung by Abhijeet Bhattacharya & Dipanwita. Sreebhumi theme song 2020. Pujo elo pujo elo Lyrics. Sreebhumi Pujor Gaan. Sreebhumi Song Durga Puja.
Sreebhumi Pujor Gaan Lyrics in Bengali:
(মা এসেছে মর্ত্যলোকে আগমনীর সুরে
তাই উৎসবেরই আলো জ্বলে বিশ্ব বাংলা জুড়ে
এই সোনার বাংলা জুড়ে
মাগো, বিশ্ব বাংলা জুড়ে)
পুজো এলো, এলো পুজো
শ্রীভূমির পুজোর গানে
বাজারে ঢাক, বাজা কাঁসর
হবে রে মা'র পুজো এখানে
মা, দুর্গা মা
মা, দুর্গা মা
পুজো এলো, এলো পুজো
শ্রীভূমির পুজোর গানে
বাজারে ঢাক, বাজা কাঁসর
হবে রে মা'র পুজো এখানে
ও, এলো মা দুর্গা এলো
খুশিতে মন ভরালো
উলু আর শঙ্খ বাজা
বাজা রে, বাজা রে, বাজা রে
এলো মা দুর্গা এলো
শ্রীভূমির জ্বললো আলো
ঢাক ঢোল কাঁসর বাজা
বাজা রে, বাজা রে, বাজা রে
বলো দুর্গা মাঈকি, জয়
বলো দুর্গা মাঈকি, জয়
(ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ভোলেনাথ ভোলেনাথ ভোলেনাথ
ভোলেনাথ শঙ্করা
রুদ্রনাথ শঙ্করা
আদিনাথ শঙ্করা
শিবশম্ভু শঙ্করা
ভোলেনাথ শঙ্করা
কেদারনাথ শঙ্করা
বদ্রীনাথ শঙ্করা
হর হর মহাদেব)
কেদারনাথের ঘরনী তুমি
রূপে মা তুমি রাজেন্দ্রাণী
ষষ্ঠীর বোধনে আগমনী
সপ্তমীতে মায়ের সন্ধ্যারতী
মা, দুর্গা মা
মা, দুর্গা মা
কেদারনাথের ঘরনী তুমি
রূপে মা তুমি রাজেন্দ্রাণী
ষষ্ঠীর বোধনে আগমনী
সপ্তমীতে মায়ের সন্ধ্যারতী
অষ্টমীতে পায়ে পুষ্পাঞ্জলি
নবমীতে দেব ভোগের ডালি
ভোরের শিশিরে, কাশের বনে
আছ মা সবার মনে
এলো মা দুর্গা এলো
খুশিতে মন ভরালো
উলু আর শঙ্খ বাজা
বাজা রে, বাজা রে, বাজা রে
এলো মা দুর্গা এলো
শ্রীভূমির জ্বললো আলো
ঢাক ঢোল কাঁসর বাজা
বাজা রে, বাজা রে, বাজা রে
বলো দুর্গা মাঈকি, জয়
বলো দুর্গা মাঈকি, জয়